Monday, August 25, 2025

পরিচারিকাকেই নয় নিজের ছেলের উপরও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

Date:

পরিচারিকাকে গরম তাওয়া দিয়ে মারা থেকে শুরু করে মেঝেতে পড়ে থাকা প্রস্রাব চাটানোর মত অকথ্য অত্যাচার তো চালাতেনই। তার পাশপাশি নিজের ছেলেকেও মানসিক নির্যাতন করেছেন ঝাড়খণ্ডের বিজেপি বিধায়ক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল বিজেপি নেত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, পরিচারিকার নির্যাতনের ছবি শেয়ার করায় ছেলেকে মানসিক রোগী সাজিয়ে হাসপাতালে পাঠিয়েছেন অভিযুক্ত নেত্রী।

আরও পড়ুন:পরিচারিকা ‘আদিবাসী’! মার থেকে প্রস্রাব চাটানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

পরিচারিকাকে নির্যাতনের নির্মম দৃশ্য মুঠোফোনে বন্দি করেন বিজেপি নেত্রীর ছেলে আয়ুষ্মান পাত্র। এক বন্ধুকে ফোন করে সাহায্য চেয়ে পাঠিয়েছিলেন তিনি। এরপরই তাঁর সেই বন্ধু বিবেক আনন্দ বাস্কে অত্যাচারের হাত থেকে সেই পরিচারিকাকে শুধু বাঁচালেনই না, অভিযুক্ত সীমা পাত্রকে পুলিশের হাতে তুলেও দিলেন। তবে বিজেপি নেত্রী সীমা পাত্র একথা জানতে পেরেই ছেলেকে রাঁচির মানসিক হাসপাতালে পাঠিয়ে দেন সীমা। পরে সাংবাদিকদের তিনি জানান, ছেলে অসুস্থ বলেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হল। তবে সূত্রের খবর, আয়ুষ্মান সম্পূর্ণ সুস্থ। বিনা কারণেই তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সীমা পাত্রের বাড়ির সেই পরিচারিকা সুনীতা জানিয়েছেন, ‘কাজে ভুল হলেই আমায় মারধর করা হত। যা যা অভিযোগ উঠেছে, সবটাই সত্যি। আমাকে গরম তাওয়া দিয়ে মারা হত। শুধু তাই নয়, মেঝেতে পড়ে থাকা প্রস্রাবও চাটানো হতো।’

অন্যদিকে বিজেপি নেত্রীর এমন অকথ্য অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে। শুরু হয়ে রাজনৈতিক তরজাও।  শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইট করে তীব্র আক্রমণ শানান ওই বিজেপি নেত্রী এবং দলের দিকেও। বলেন, শুধু সীমা পাত্রই নয়, বিজেপির শীর্ষ নেতৃত্বকেও এই ঘটনার জন্য সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে।

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version