Wednesday, August 27, 2025

রঙিন হয়ে উঠেছে কলকাতার রাজপথ, ধুনুচি হাতে রাজপথে চন্দ্রিমা-কৃষ্ণারা

Date:

রঙিন হয়ে উঠেছে কলকাতার (Kolkata) রাজপথ। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে মূল মহামিছিল। বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো (UNESCO)র হেরিটেজের মর্যাদা দেওয়াকে ধন্যবাদ জানাতে দুর্গাপুজোর ঠিক একমাস আগে আজ শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। বুধবার, নবান্ন থেকে এই বর্ণাঢ্য মিছিলে পা মেলাতে সবাইকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)।

দুপুর ২টো নাগাদ মূল পদযাত্রাটি শুরু হবে জোড়াসাঁকো থেকে। নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় ধন্যবাদ জ্ঞাপক মিছিলে পা মেলাবে পুজো কমিটিগুলি। দল-মত নির্বিশেষে সবাইকে পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাজপথে শুরু হয়েছে রংবেরঙের মিছিল। এমনকী, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধাননগর পুরসভার চেয়ারপার্সেন কৃষ্ণা চক্রবর্তী-সহ তৃণমূল নেত্রীদের রাজপথে ধুনুচি নাচ করতেও দেখা গিয়েছে।

রেড রোডের মূল মঞ্চেও অনুষ্ঠান শুরু করেছেন শিল্পীরা। পথে রয়েছেন সাংসদ মালা রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, শশী পাঁজা-সহ অন্যান্যদের। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বৌবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে। উত্তর, দক্ষিণ, পূর্ব ও হাওড়া, মূলত এই ৪টি জোন থেকে পদযাত্রা শুরু হয়েছে। রেড রোডে থাকছে বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হবে বাংলার লোক সংস্কৃতি। দুর্গাপুজোর এক মাস আগেই মহানগর জুড়ে শারদোৎসবের আবহ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version