Saturday, May 3, 2025

“দিল্লির জল্লাদদের কাছে মাথানত করব না”, ইডি দফতর থেকে বেরিয়ে চালিয়ে ব্যাটিং অভিষেকের

Date:

Share post:

নির্ধারিত সময়ের অনেক আগেই সল্টলেক সিজিও কমপ্লেক্সে চলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ মাথা উঁচু করে তিনি ইডি (ED) দফতরে ঢোকেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে মাথা উঁচু করেই বেরিয়ে আসেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার সন্ধে, ঘড়ির কাঁটায় তখন ৫টা বেজে ৪০ মিনিট। সিজিও কমপ্লেক্স-এর সামনে দাঁড়িয়েই মাইক হাতে তুলে নেন অভিষেক। মুখোমুখি হন সাংবাদিকদের।

এদিন অভিষেকের চোখেমুখে ছিল প্রবল আত্মবিশ্বাসের ছাপ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এতটুকু ক্লান্ত দেখায়নি তাঁকে। বাইরে বেরিয়ে এদিন বুক ফুলিয়ে অভিষেক বলেন, “আগেও দু’বার জেরার সম্মুখীন হয়েছি। আমি আমার তদন্তে সহযোগিতা করেছি। ইডির ডাকে গত দু’বার আমি দিল্লিতে গিয়েছিলাম। এখন কোর্টের রায়ের পর ইডি কলকাতায় এসেছি। এটা আমার নৈতিক জয়। আমার স্ত্রীকেও দু’বার সিবিআই, একবার ইডি ডেকেছিল। দু’জনে মোট ৬বার জেরার মুখোমুখি। নিট ফল শূন্য। লিখিত বয়ান দিয়েছি। আমি সহযোগিতা করতে প্রস্তুত। যাঁরা দিল্লি থেকে কলকাতায় এসে তদন্ত করছেন তাঁদের কাউকে দোষারোপ করছি না। কিন্তু যাঁরা ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? রাজনৈতিকভাবে লড়াইয়ে পেরে উঠতে না পেরে করতে এজেন্সি দিয়ে ডেকে পাঠানো হচ্ছে।”

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরু থেকে শেষপর্যন্ত আক্রমণাত্মক বক্তব্য দেন অভিষেক। অভিষেকের নিশানায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। নাম না করে অমিত শাহকে (Amit Shah) খোঁচা মেরে অভিষেক বলেন, “কারও ছেলেকে আমি আক্রমণ করেছি বলে সিবিআই, ইডির জুজু দেখানো হচ্ছে। দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে মাথানত করব না। সারা ভারতের মানুষকে জাতীয়তাবাদ, দেশপ্রেম শেখাচ্ছেন। গরিব মানুষদের হর ঘর তেরঙ্গা বলছেন। আরে নিজের ছেলেকে আগে দেশপ্রেম, জাতীয়তাবাদ শেখান। তারপর অন্যকে শেখাবেন। উপনির্বাচনগুলি মুখ থুবড়ে পড়েছেন। আপনি রাজনৈতিকভাবে লড়ুন। আপনারা কী ভাবছেন, সিবিআই, ইডি দিয়ে তৃণমূলকে ধমকে চমকে চুপ  করিয়ে রাখবেন?”

spot_img

Related articles

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...