Friday, November 14, 2025

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের ঠিক পরের দিনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ শুক্রবার কলকাতায় ইডির দফতরে দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেইমত বেলা ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুনঃমুখ্যমন্ত্রীর কথাই সত্যি হল, অভিষেককে সমন পাঠাল ইডি

এর আগেও কয়লা পাচার কাণ্ডে  দু’বার দিল্লিতে ইডির সদর দফতরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিল্লিতে কেন জিজ্ঞাসাবাদ ইডির? এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক। আর সেই আবেদন যুক্তিযুক্ত মনে করে শীর্ষ আদালত। এরপরই তাঁকে এই প্রথম কলকাতার সিজিও কমপ্লেক্সে নোটিস পাঠায় ইডি। তবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল থেকেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছেন ইডির আধিকারিকরা।

আজ প্রথম কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই ইডির দফতরের সামনে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। জানা গেছে, ইডির কয়েকজন আধিকারিক অভিষেককে জিজ্ঞাসাবাদ করবেন।  আধিকারিকদের অন্য একটি টিম অভিষেকের নথি খতিয়ে দেখবেন। এমনকি অভিষেকের বয়ানও রেকর্ড করা হবে বলে খবর।

অভিষেককে ইডির তলব প্রসঙ্গে দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘অভিষেক প্রতিহিংসার রাজনীতির টার্গেট। এ তো বিধানসভা ভোটের আগে বিজেপির রাজনৈতিক নেতাদের বক্তৃতা থেকেই প্রমাণিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ভয় পায়, তাই বার বার তাঁকেই আক্রমণ করে।”

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version