Monday, August 25, 2025

নির্ধারিত সময়ের অনেক আগেই শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল পৌনে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। সাড়ে ১১টা নাগাদ তাঁকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে।

আরও পড়ুন:আজ কলকাতায় ইডির মুখোমুখি অভিষেক

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের ঠিক পরের দিনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করে ইডি। এর আগে, এই মামলায় দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক।সে বার তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। এই প্রথম কলকাতায় সিজিও কমপ্লেক্সে বেলা ১১টা নাগাদ তাঁকে তলব করা হয়। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাঁরা দিল্লিতে আগে জিজ্ঞাসাবাদ করেছিলেন, ইডির সেই আধিকারিকরা কলকাতায় পৌঁছেছেন। তাঁদের মধ্যে কয়েকজন সাইবার এক্সপার্ট রয়েছেন। তাঁরা অভিষেকের নথি খতিয়ে দেখবেন। অন্য একটি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবেন। দিল্লির এই টিমটি সিজিও কমপ্লেক্স ইডি দফতরে এসে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল। এঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই প্রত্যেকটি বয়ান মিলিয়ে দেখবেন । এমনকি অভিষেকের বয়ানও রেকর্ড করা হবে।

জানা গেছে, কয়লাকাণ্ডে তদন্ত করতে গিয়ে নতুন করে বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় ইডি। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকেই বেশ কিছু তথ্য মিলেছে সেই সম্পর্কেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ইডি সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে তদন্তে সহযোগিতা করেছিলেন।এবারও তেমনটি করবেন তিনি।

প্রসঙ্গত, গত ২৩ জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। পুত্রসন্তানকে কোলে নিয়ে ইডি দফতরে গিয়েছিলেন তিনি।

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version