কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়ালো বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর

মুকুটমণির বিরুদ্ধে অভিযোগ, কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি আড়াই লক্ষ টাকা হাতিয়েছেন

কল্যাণী এমইসে নিয়োগ দুর্নীতির ঘটনায় ফের তোলপাড় রাজ্য রাজনীতি। আরও এক বিজেপি বিধায়কের নাম জড়ালো। খুব স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। কল্যাণী এমইসে চাকরি দুর্নীতির তদন্তের মাঝেই এবার নাম উঠে এসেছে নদিয়ার রানাঘাট দক্ষিণের বিধায়ক, বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মুকুটমণি অধিকারীর।

মুকুটমণির বিরুদ্ধে অভিযোগ, কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি আড়াই লক্ষ টাকা হাতিয়েছেন। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন হবিবপুরের বাসিন্দা এক যুবক। শুধু মুখে অভিযোগ করাই নয়, রানাঘাট থানায় এই মর্মে তিনি একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, প্রতারিত যুবক তাঁর অভিযোগপত্রে লিখেছেন, বিধানসভা ভোটের আগে মুকুটমণির সঙ্গে সাক্ষাৎ হয়। মুকুট তাঁকে জানায়, কল্যাণী এইমসে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগ করিয়ে দিতে পারবেন। এবং তার জন্য ১০ লক্ষ এবং à§® লক্ষ টাকা করে লাগবে। কেন্দ্রীয় সরকারি সংস্থার চাকরি, তাই কিছু না ভেবেই প্রতারিত যুবক তাঁর একটি ছোট্ট দোকান বিক্রি করে অগ্রিমবাবদ আড়াই লক্ষ টাকা জোগাড় করে মুকুটমণিকে দেয়। চাকরি হওয়ার পর বাকি টাকাটা সে দেবে জানিয়েছিল। কিন্তু সেটাই শেষবার তাঁদের দু’জনের দেখা। এরপর আর মুকুটমনির ওই যুবকের সঙ্গে আর যোগাযোগ রাখেননি বলে অভিযোগ।