Wednesday, November 12, 2025

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়ালো বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর

Date:

কল্যাণী এমইসে নিয়োগ দুর্নীতির ঘটনায় ফের তোলপাড় রাজ্য রাজনীতি। আরও এক বিজেপি বিধায়কের নাম জড়ালো। খুব স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। কল্যাণী এমইসে চাকরি দুর্নীতির তদন্তের মাঝেই এবার নাম উঠে এসেছে নদিয়ার রানাঘাট দক্ষিণের বিধায়ক, বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মুকুটমণি অধিকারীর।

মুকুটমণির বিরুদ্ধে অভিযোগ, কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি আড়াই লক্ষ টাকা হাতিয়েছেন। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন হবিবপুরের বাসিন্দা এক যুবক। শুধু মুখে অভিযোগ করাই নয়, রানাঘাট থানায় এই মর্মে তিনি একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, প্রতারিত যুবক তাঁর অভিযোগপত্রে লিখেছেন, বিধানসভা ভোটের আগে মুকুটমণির সঙ্গে সাক্ষাৎ হয়। মুকুট তাঁকে জানায়, কল্যাণী এইমসে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগ করিয়ে দিতে পারবেন। এবং তার জন্য ১০ লক্ষ এবং ৮ লক্ষ টাকা করে লাগবে। কেন্দ্রীয় সরকারি সংস্থার চাকরি, তাই কিছু না ভেবেই প্রতারিত যুবক তাঁর একটি ছোট্ট দোকান বিক্রি করে অগ্রিমবাবদ আড়াই লক্ষ টাকা জোগাড় করে মুকুটমণিকে দেয়। চাকরি হওয়ার পর বাকি টাকাটা সে দেবে জানিয়েছিল। কিন্তু সেটাই শেষবার তাঁদের দু’জনের দেখা। এরপর আর মুকুটমনির ওই যুবকের সঙ্গে আর যোগাযোগ রাখেননি বলে অভিযোগ।

 

Related articles

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...
Exit mobile version