মহালয়ার ভোরে অল ইন্ডিয়া রেডিওতে দেবীপক্ষের সুপ্রীতি ঘোষের কথা মনে পড়ে গেল। ১৪ই আগস্ট গ্যালারি গোল্ডে তার ১০০ তম জন্মশতবার্ষিকী মাসে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার উপস্থিতিতে গায়িকা স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের সংগীতানুষ্ঠানের মাধ্যমে অতীতের এই খ্যাতিমান গায়িকাকে শ্রদ্ধা জানানো হয়েছিল। ২৮শে আগস্ট, ১৯২২ সালে জন্মগ্রহণ করেন সুপ্রীতি। কাকা নৃপেন্দ নাথ মজুমদার, বিংশ শতাব্দীর একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ, অল ইন্ডিয়া রেডিওর অন্যতম প্রযোজক ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়, পঙ্কজ কুমার মল্লিক, হীরেন বোস, রায়চাঁদ বড়ালের মতো কিংবদন্তি গায়ক তাঁর বাড়িতে আসতেন। বসত গানের আসর। ছোট সুপ্রীতি তাদের দ্বারা অনুপ্রাণিত হন এবং তার অভিভাবকত্বে গার্স্টিন প্লেসে পা রাখেন। একজন প্রশিক্ষিত রবীন্দ্রসংগীত গায়িকা হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
সুপ্রীতি প্লেব্যাক গায়ক হিসেবেও অনেক ছবিতে গান গেয়েছেন, কিন্তু তিনি মহিষাসুরমর্দিনীর “বাজলো তোমার আলোর বেণু” গানে কণ্ঠ দেওয়ার জন্য কিংবদন্তি হয়ে উঠেছেন। প্রকৃতপক্ষে, বজলো আলোর বেণু এবং মহিষাসুরমর্দিনী উভয়ই বাঙালি জীবনে সাংস্কৃতির মর্যাদা লাভ করেছে এবং দুর্গাপূজার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। গায়ক ৩০০ টিরও বেশি গান গেয়েছেন।
আরও পড়ুন- নতুন তৃণমূল আসলে কী? ইডি দফতর থেকে বেরিয়ে ব্যাখ্যা দিলেন অভিষেক