আগামীকাল এশিয়া কাপে (Asia Cup) সুপার ফোরের ম্যাচে নামছে ভারতীয় দল (India Team)। প্রতিপক্ষ সেই পাকিস্তান (Pakistan)। এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল রোহিত শর্মার দল। রবিবার সুপার ফোর। বাবর আজমের দলকে হালকা ভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়া। তাইতো অনুশীলনে বিশেষ প্রস্তুতি দেখা গেল বিরাট কোহলিকে। স্পেল স্টাইলে ট্রেনিং করতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে।
রবিবারের হাইভোল্টেজ ম্যাচের আগে ,কোহলির একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে তাঁকে দেখা যাচ্ছে ‘হাই অ্যালটিটিউড মাস্ক’ পরে দৌড়াতে। এই মাস্ক ফুসফুসের ক্ষমতা প্রসারিত এবং উন্নত করতে সাহায্য করে। এটি স্ট্যামিনাও উন্নত করে। সংযুক্ত আরব আমির শাহির প্রচণ্ড গরমে এই প্রশিক্ষণ কোহলিকে মাঠের অন্যান্য ক্রিকেটারদের থেকে সতেজ রাখতে সাহায্য করবে।
এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করেন কোহলি। পরের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ৫৯ করেন। রবিবার আবারও সামপে পাকিস্তান। তার আগে নিজের সেরা ছন্দে থাকতে কোহলি।
এদিকে সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ ৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়ের পর এবার বাংলা ছাড়লেন শ্রীবৎস গোস্বামী