Wednesday, August 27, 2025

JDU ছেড়ে বিজেপিতে ৫ বিধায়ক, জোটের সলতে পাকাতে দিল্লি সফরের সম্ভাবনা নীতীশের

Date:

Share post:

একদিকে বিজেপির(BJP) সঙ্গ ছেড়ে আরজেডির(RJD) হাত ধরে বিহারে(Bihar) ফের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার(Nitish Kumar)। এই ঘটনায় পাল্টা মণিপুরে জেডিইউ-র ৭ বিধায়কের মধ্যে ৫ জন যোগ দিলেন বিজেপিতে। যদিও এই ঘটনায় খুব একটা ভাবিত নন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিজেপি ত্যাগের পর তাঁর নজর এখন ২৪-এর নির্বাচনের দিকে। আর সেই লক্ষ্যে জোটের সলতে পাকাতে আগামী সপ্তাহে দিল্লি আসতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে দিল্লি সফরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর পাশাপাশি বিহারের জোটসঙ্গী বামেদের প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ইতিমধ্যেই ২৪-এর নির্বাচনকে নজরে রেখে একছাতার তলায় আসতে শুরু করেছে সব বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি জোট ছাড়ার পর এবার সেই তালিকায় এসে পড়েছে নীতীশের নাম। সদ্য তাঁর সঙ্গে বৈঠক করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নীতীশ নিজেও চাইছেন বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরতে। ইতিমধ্যেই পাটনাতে জেডিইউ-র (JDU) দপ্তরের সামনে একাধিক পোস্টার লাগানো হয়েছে যাতে নীতীশকে দেশের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। অনুমান করা হচ্ছে, বিরোধী জোটে নিজের জায়গা পাকা করতেই দিল্লি সফরে সোনিয়া ও বাম শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বিহারের নীতীশ কাণ্ডের প্রতিশোধ মণিপুরে নিয়েছে বিজেপি। সে রাজ্যে জেডিইউ-র ৭ বিধায়কের মধ্যে ৫ বিধায়ককে নিজেদের দলে টেনে নিয়েছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, মণিপুরের মতো হাল বিহারে হবে বলে ইতিমধ্যেই নীতীশকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে। পাশাপাশি বিহারে ঘর গোছাতে চলতি মাসের তৃতীয় সপ্তাহেই দু-দিনের বিহার সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানকার সীমাঞ্চলের পূর্ণিয়া, কিষাণগঞ্জ সফর করবেন তিনি। দলীয় বৈঠকের পাশাপাশি জনসভাও করবেন পূর্ণিয়াতে। যদিও নতুন সঙ্গীকে সঙ্গে নিয়ে বিহারতো বটেই ২৪-এর ঘুঁটি সাজাতে ব্যস্ত নীতীশ।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...