Monday, November 10, 2025

মরশুমের প্রথম জয় ইমামি ইস্টবেঙ্গলের, ডুরান্ড কাপের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে ৪-৩ গোলে হারাল তারা

Date:

মরশুমের প্রথম জয় পেল ইমামি ইস্টবেঙ্গল (Emami EastBengal)।শনিবার ডুরান্ড কাপের (Durand Cup) শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে (Mumbai City Fc) ৪-৩ ব্যবধানে হারিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল সুমিত পাসি এবং ক্লেইটন সিলভার।

ম্যাচটি ছিল একেবারেই নিয়মরক্ষার। তবে শক্তিশালী মুম্বই সিটির বিরুদ্ধে যে এরকম আক্রমণাত্মক খেলা দেখাবে ইমামি ইস্টবেঙ্গল, তা সত্যিই কেউ ভাবতে পারেনি। এবং এই ম্যাচে ইস্টবেঙ্গলের নায়ক নিঃসন্দেহে সুমিত পাসি। ডার্বিতে আত্মঘাতী গোলের পর যেন নিজেকে প্রমাণ করার চেষ্টায় ছিলেন সুমিত আর শনিবার যেন তাই হল। সব কিছুর জবাব দিলেন মুম্বই ম‍্যাচে।

শুরু থেকে দুই দল আক্রমণে ঝাঁপায়। প্রথমার্ধেই হয়ে যায় ছ’গোল। ম‍্যাচে এদিন ১৭ মিনিটে হেডে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সুমিত পাসি। এর পাঁচ মিনিট পরে দুরন্ত শটে ইস্টবেঙ্গলের ব্যবধান বাড়ান ক্লেইটন সিলভা। পাল্টা আক্রমণ চালায় মুম্বই। ২৭ মিনিটে বিপিন সিংয়ের ক্রস চেস্ট করে নামান জর্জে পেরেইরা ডিয়াজ, সেই বলটিকে ভলি মেরে গোল করেন গ্রেগ স্টুয়ার্ট। কিন্তু ৩৪ মিনিটে আবারও গোল করে ইমামি ইস্টবেঙ্গল। ক্লেইটনের পাসে উইং থেকে সুমিত ক্রস করতে যান, কিন্তু সেটি ঢুকে যায় গোলে। তবে তারপর দুটি গোল করে মুম্বইকে সমতায় ফেরান লালিয়ানজুয়ালা ছাংতে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে খেলাটা আরও বেশি হাড্ডাহাড্ডি হয়। পরিবর্ত হিসেবে এলিয়ান্দ্রো নামার পর ইস্টবেঙ্গলের আক্রমণ আরও পরিণত হয়। মুম্বই ধীরে ধীরে খেলায় ফিরে আসে। কিন্তু খেলার বিপরীত গতিতে গোল করে আবারও এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৮১ মিনিটে আবারও এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল, সৌজন্যে ফের অধিনায়ক ক্লেইটন সিলভা। এই জয়ের ফলে চলতি ডুরান্ড কাপে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে শেষ করল ইমামি ইস্টবেঙ্গল এফসি।

আরও পড়ুন:স্বপ্ন বিক্রি করতে আসিনি, সভাপতি পদে এসে জানিয়ে দিলেন কল‍্যাণ চৌবে

 

 

 

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version