Friday, November 7, 2025

ভারত সফরের প্রাক্কালে বাংলাদেশ সীমান্তে মর্টারশেল! চিন্তায় হাসিনা সরকার

Date:

খায়রুল আলম, ঢাকা

রাত পোহালেই শুরু বাংলাদেশের (Bangladesh)প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) ভারত সফর। নয়া দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছেন মোদি (Narandra Modi) এবং হাসিনা (Sheikh । তার আগেই বাংলাদেশ সীমান্তে এসে পড়ল মায়ানমারের (Myanmar)নিরাপত্তা বাহিনীর গোলা। বিষয়টিকে ভাল চোখে দেখছে না ঢাকা (Dhaka)। এই নিয়ে গত এক সপ্তাহে পরপর তিনবার বাংলাদেশ মায়ানমারের সীমান্তবর্তী বান্দারবনে মর্টারশেল এসে পড়েছে। মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত দেশের বিশিষ্ট জনদের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কাছে মায়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টারকে টহল দিতে দেখা যায়। যুদ্ধবিমান থেকে প্রায় ৮-১০টি গোলা ছোড়া হয় আর হেলিকপ্টার থেকেও ৩০-৩৫টি গুলি করা হয় বলে অভিযোগ। বাংলাদেশের সীমানা পিলার ৪০-এর ১২০ মিটার ভেতরে যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা এসে পড়েছে বলে জানা যাচ্ছে। এরপরই তৎপর হয়েছে হাসিনা সরকার। জানা যাচ্ছে মায়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো যিনি ঢাকায় নিযুক্ত আছেন তাঁকে ডেকে কড়া বার্তা দিয়েছে শেখ হাসিনা প্রশাসন। এর আগে গত সপ্তাহেও মায়ানমার থেকে মর্টার শেল এসে পড়ে বাংলাদেশে। গত ১ সেপ্টেম্বর বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বিদেশ প্রতিমন্ত্রী  শাহ‌রিয়ার আলম জা‌নি‌য়ে‌ছি‌লেন, মায়ানমারের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করছে বাংলাদেশ। সে দেশের আর একজন নাগরিকও যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (BJB) সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের সরকার। কেউ কেউ মনে করছেন, ভারত সফরের আগে ফের এই ঘটনা কি বিশেষ কোনও ইঙ্গিত দিচ্ছে?সেক্ষেত্রে চিন মায়ানমারকে ব্যবহার করে বাংলাদেশকে পরোক্ষ ভাবে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি না করার হুঁশিয়ারি দিচ্ছে বলেও মনে করছেন অনেকে।

 

Related articles

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...
Exit mobile version