মালদহের গাজলে ব্যবসায়ীর বাড়িতে হানা সিআইডির।টাকার পাহাড়ের খোঁজ পাওয়া গিয়েছে ওই ব্যবসায়ীর বাড়িতে।গোনার জন্য নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। গাজোলের ঘাকশোল এলাকায় ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে সিআইডি-র এই অভিযান নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
রবিবার সকালে ৬-৭ জনের সিআইডির দল হানা দেয় ওই বাড়িতে। বাড়ি ঘিরে চলে অভিযান। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের এক ব্যবসায়ী কয়েকমাস আগে সিআইডির জালে ধরা পড়ে। তাকে জেরা করেই গাজলের ব্যবসায়ীর খোঁজ পাওয়া যায়।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে একটি বক্স খাটের ভেতর থেকে উদ্ধার হয় ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল।মোট ১ কোটি ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। টাকা উদ্ধারের পরই নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। ঘটনার তদন্তে এসেছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।তিনি বলেন, এই টাকার উৎস খুঁজে বের করা হবে. এখনও পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা নগদে উদ্ধার করা হয়েছে।