Sunday, November 16, 2025

সুপারস্টার সিঙ্গারে চ্যাম্পিয়ন বঙ্গ তনয়া অরুণিতার দলের মহম্মদ ফইজ, দ্বিতীয় হিমাচলের মণি

Date:

সিজনের প্রথম থেকেই জেতার যোগ্য দাবিদার ছিলেন সে। কখনও অরিজিৎ সিং (Arijit Singh), কখনও নেহা কক্কর (Neha Kakkar) বা কখনও সোনু নিগমের (Sonu Nigam) গান গেয়ে বিচারকদের প্রশংসা কুড়িয়েছেন। গিটার হাতে শান্ত স্বভাবের বছর চোদ্দর ছোট্ট ছেলেটি সুরের জাদুতে মন জয় করে নিয়েছে দেশবাসীর। আর প্রত্যাশামতোই সুপারস্টার সিঙ্গার সিজন-২ (Superstar Singer Season 2) এর বিজেতা হলেন যোধপুর নিবাসী মহম্মদ ফইজ (Mohammad Faiz)। ইন্ডিয়ান আইডল (Indian idol) ১৪-র রানার আপ (Runner Up) অরুণিতা কাঞ্জিলালের (Arunita Kanjilal) গ্রুপের সদস্য ছিলেন তিনি। বিজয়ী ফইজের হাতে ট্রফির পাশাপাশি তুলে দেওয়া হল ১৫ লক্ষ টাকার চেক। এছাড়াও ফাইনালে পৌঁছন বাংলার ছেলে প্রাঞ্জল বিশ্বাস সহ আরও বেশ কয়েকজন প্রতিযোগী। তবে সবাইকে পিছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা নিজের দখলে রাখলেন নবম শ্রেণীর ছাত্র মহম্মদ ফইজ।

দ্বিতীয় স্থান পেয়েছেন সলমন আলির দলের মণি। প্রথম রানার আপ হওয়ায় মণির হাতে তুলে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। সুপারস্টার সিঙ্গার সিজন-২ জেতার পর সংবাদমাধ্যমকে ফইজ জানান, আমার সাফল্যে বাড়ির সবাই খুব খুশি। বিজেতা হিসেবে আমার নাম ঘোষণার পর সবাই আনন্দে কেঁদে ফেলেন। আমার নাম ঘোষণা হওয়ার পর মামা আমাকে কোলে করে স্টেজে নিয়ে আসে। বাবা কাজের জন্য বাইরে থাকে, ফোনে কথা হয়েছে। আমার এটাই ভালো লাগছে যে আমি ওদের গর্বিত করতে পেরেছি।

তবে ফইজের সাফল্যের পিছনে মেন্টর তথা বঙ্গ তনয়া অরুণিতা কাঞ্জিলালের ভূমিকাও যথেষ্ট প্রশংসার দাবিদার। তাঁর টিমের সদস্যের এমন সাফল্যের পর বনগাঁ নিবাসী অরুনিমা জানান, সুপারস্টার সিঙ্গার সিজন-২ আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি সারাজীবন এই সফরকে মনে রাখব। শুধু তাই নয় আমি গর্বিত যে আমি এমন প্রতিভাবান শিল্পীদের গাইড করতে পেরেছি। আমিও তাঁদের থেকে অনেক কিছু শিখেছি। ফইজের মাথায় সেরার মুকুট ওঠায় আমি অত্যন্ত খুশি। এটা আমাদের দুজনেরই জয়। আমি সমস্ত প্রতিযোগীদের উজ্জ্বল ভবিষ্যৎ, ভাগ্য এবং সমৃদ্ধি কামনা করি।

 

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version