Monday, August 25, 2025

অভিষেককে স্বস্তি দিয়ে রক্ষাকবচ সুপ্রিমকোর্টের, বিদেশযাত্রাতেও অনুমতি

Date:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। সোমবার ইডি মামলার শুনানিতে অভিষেককে স্বস্তি দিয়ে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট(Supreme Court)। শুধু তাই নয়, এর আগে চিকিৎসার জন্য অভিষেকের দুবাই যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছিল ইডি। এদিনের শুনানিতে রক্ষাকবচের পাশাপাশি প্রয়োজন মতো বিদেশযাত্রারও অনুমতি দেওয়া হয়েছে তৃণমূল সাংসদকে। অবশ্য এদিনের শুনানিতে ইডির তরফে সলিসিটার জেনারেল অনেক কিছু বলার চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। এই রায়ের ফলে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত তৃণমূল কংগ্রেস শিবির।

গত শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ৮ ঘণ্টা জেরা শেষে ইডির দফতর থেকে বেরিয়ে একের পর এক বোমা ফাটিয়েছিলেন অভিষেক। সেদিনও তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এই মামলায় ৫ পয়সার যোগাযোগ বের করতে পারলে ইডি- সিবিআইকে কিছু করতে হবে না তিনি নিজেই ফাঁসি কাঠে ঝুলবেন। একইসঙ্গে তিনি তীব্র আক্রমণ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। বলেছিলেন, তিনিই ভারতবর্ষের সবচেয়ে বড় পাপ্পু। গরু- কয়লার টাকা সরাসরি তাঁর কাছেই পৌঁছেছে। এই কেলেঙ্কারি স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি। তাঁকে কেন ডাকবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সেদিনের তোপের পর অভিষেককে রক্ষাকবচ দিয়ে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে স্বাভাবিকভাবেই মুখ পুড়ল বঙ্গ বিজেপির নাম নেতাদের। কারণ শুক্রবার ইডি জিজ্ঞাসাবাদের সময় চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি ছিল, ‘নজর রাখুন আজ বড় কিছু হতে পারে।’ তাঁর মন্তব্যে রাজ্য রাজনীতিতে রীতিমতো সাড়া পড়ে যায়। তৃণমূলের তরফে সরাসরি প্রশ্ন তোলা হয়, ইডি সিবিআই কি তবে বিজেপি নেতাদের কথায় ওঠবস করছে। অবশ্য সেই ঘটনার পর সোমবার অভিষেকের এই রক্ষাকবচ রাজ্য বিজেপি নেতাদের মুখে কালি তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version