Thursday, August 28, 2025

বাংলার পড়ুয়ারা বিশ্ব দখল করবে: শিক্ষক দিবসে পড়ুয়াদের নৈতিক চরিত্র গঠনের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শিক্ষক দিবসে ছাত্রদের চরিত্র গঠনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠানে তিনি বলেন, মেধায় সেরা বাংলা। রাজ্যের পড়ুয়ারা একদিন বিশ্ব দখল করবে।

এদিন মুখ্যমন্ত্রী জনান, তাঁদের আমলে রাজ্যে নতুন ৩০টি বিশ্ববিদ্যালয় ও ৫১টি কলেজ হয়েছে। এরপরেই তিনি বলেন, টাকাটা সব নয়। সেটা আজ আছে, কাল লেই। কিন্তু চরিত্র গঠনটি আসল। এই প্রসঙ্গে মমতা জানান, তিনি সাধারণ পরিবারে বড় হয়েছেন। তবে, তাঁর বাবা-মা তাঁদের নৈতিকতার পাঠ দিয়েছেন। কলেজেও সেরকম নৈতিক শিক্ষার ক্লাস করানোর পরামর্শ দেন মমতা। বলেন, “সঙ্গদোষে ভাল মানুষও খারাপ হয়ে যায়।” শিক্ষক দিবসের দিনে শিক্ষারত্ন অনুষ্ঠানের মঞ্চ থেকে সমাজে প্রত্যেক ছাত্র ছাত্রীর নৈতিক চরিত্র গঠনের কথা বললেন মুখ্যমন্ত্রী।

সারা দেশের মধ্যে কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেরার শিরোপা পেয়েছে। সেই কারণে রাজ্য ছেড়ে বাইরে গিয়ে কী হবে! আগামী প্রজন্মকে বাংলাতেই কর্মজীবন শুরু করার আবেদন জানান মমতা। রাজ্যের শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ’’১ কোটি ২১ লক্ষ ছেলে-মেয়ে স্কলারশিপ পেয়েছেন। স্কিল এডুকেশনে আমরা এক নম্বর।

শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের মোট ৬১ জন শিক্ষক – অধ্যাপিকাকে শিক্ষারত্ন সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে দশ জন শিক্ষক – অধ্যাপিকাকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষারত্ন সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী। বাকি ৫১ জন শিক্ষক অধ্যপিকাকে বিভিন্ন জেলা থেকে শিক্ষারত্ন সম্মান তুলে দেবেন বিভিন্ন জেলার জেলাশাসকরা।

এদিন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং জয়েন্টের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম দশে থাকা কৃতি পড়ুয়াদের, সিবিএসইস আইসিএসই এবং আইএসসি-র দশম ও দ্বাদশের প্রথম পাঁচে থাকা পড়ুয়াদের, এবং জয়েন্টেও ইঞ্জিনিয়ারিংয়ের কৃতি পড়ুয়াদের, পাশাপাশি এসসি ও এসটি পড়ুয়াদের মধ্যে থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রথম একশোয় থাকা পড়ুয়াদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...