Thursday, December 18, 2025

কেন্দ্রীয় নেতাদের সামনেই CPI-এর রাজ্য সম্মেলনে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি

Date:

Share post:

এই মুহূর্তে বাংলার বুকে তাদের অস্তিত্ব দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। সেই CPI-এর রাজ্য সম্মেলনে অগ্নিগর্ভ পরিস্থিতি। কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই দুই গোষ্ঠীর নেতারা হাতাহাতিতে জড়ালেন। সম্মেলন ছেড়ে ক্ষোভে বেরিয়ে গেলেন বর্ষীয়ান নেতা শ্রীকুমার চ্যাটার্জী, প্রবীর দেব, মধুছন্দা দেব সহ নেতৃত্ব। গোটা ঘটনাই ঘটল কেন্দ্রীয় নেতা ডি রাজা উপস্থিতিতে।

CPI-এর রাজ্য সম্পাদক হিসাবে আর স্বপন বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে নারাজ ছিল শ্রীকুমার গোষ্ঠী। এই শিবির শুরু থেকেই সরব ছিল ভোটের দাবিতে। কিন্তু ভোটাভুটি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রথম দিন থেকেই বিরোধী প্যানেলকে প্রেসিডিয়ামে রাখা হয়নি বলে অভিযোগ। অন্যদিকে, স্বপন বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর৮১ জনের বিরুদ্ধে পাল্টা প্যানেল দেন শ্রীকুমার চ্যাটার্জী শিবির। তাঁরা গোপন ভোটের দাবিও জানান। কিন্ত ডি রাজা সোজাসুজি জানিয়ে দেন, গোপন ভোট হলে ভুল বার্তা যাবে দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের কাছে।

এরপরই শুরু হয় উত্তপ্ত বাদানুবাদ। স্বপন বন্দ্যোপাধ্যায় চেঁচিয়ে বলেন, কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মানতে না পারলে বেরিয়ে যান। শ্রীকুমার চ্যাটার্জীর বক্তব্য, তাঁরা দলের সংবিধান মেনেই সবকিছুর দাবি জানিয়েছিলেন। সংবিধানটা মেনে চলা হোক। কিন্তু কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যা হল তা নিয়ে প্রশ্ন উঠবে।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...