Tuesday, August 26, 2025

কেন্দ্রীয় নেতাদের সামনেই CPI-এর রাজ্য সম্মেলনে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি

Date:

এই মুহূর্তে বাংলার বুকে তাদের অস্তিত্ব দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। সেই CPI-এর রাজ্য সম্মেলনে অগ্নিগর্ভ পরিস্থিতি। কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই দুই গোষ্ঠীর নেতারা হাতাহাতিতে জড়ালেন। সম্মেলন ছেড়ে ক্ষোভে বেরিয়ে গেলেন বর্ষীয়ান নেতা শ্রীকুমার চ্যাটার্জী, প্রবীর দেব, মধুছন্দা দেব সহ নেতৃত্ব। গোটা ঘটনাই ঘটল কেন্দ্রীয় নেতা ডি রাজা উপস্থিতিতে।

CPI-এর রাজ্য সম্পাদক হিসাবে আর স্বপন বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে নারাজ ছিল শ্রীকুমার গোষ্ঠী। এই শিবির শুরু থেকেই সরব ছিল ভোটের দাবিতে। কিন্তু ভোটাভুটি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রথম দিন থেকেই বিরোধী প্যানেলকে প্রেসিডিয়ামে রাখা হয়নি বলে অভিযোগ। অন্যদিকে, স্বপন বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর৮১ জনের বিরুদ্ধে পাল্টা প্যানেল দেন শ্রীকুমার চ্যাটার্জী শিবির। তাঁরা গোপন ভোটের দাবিও জানান। কিন্ত ডি রাজা সোজাসুজি জানিয়ে দেন, গোপন ভোট হলে ভুল বার্তা যাবে দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের কাছে।

এরপরই শুরু হয় উত্তপ্ত বাদানুবাদ। স্বপন বন্দ্যোপাধ্যায় চেঁচিয়ে বলেন, কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মানতে না পারলে বেরিয়ে যান। শ্রীকুমার চ্যাটার্জীর বক্তব্য, তাঁরা দলের সংবিধান মেনেই সবকিছুর দাবি জানিয়েছিলেন। সংবিধানটা মেনে চলা হোক। কিন্তু কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যা হল তা নিয়ে প্রশ্ন উঠবে।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version