Wednesday, August 27, 2025

নিয়োগ দুর্নীতিতে ইডির স্ক্যানারে সোদপুরের সুব্রত, বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত একাধিক নথি

Date:

স্কুল সার্ভিসে দুর্নীতির (SSC Scam) অভিযোগে আরও এক মধ্যস্থতাকারীর (Middleman) খোঁজ পেল ইডি (Enforcement Directorate)। সোমবার সকালেই সোদপুরের রাজেন্দ্র নগর এলাকায় সুব্রত মালাকার (Subrata Malakar) নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর, এদিন সুব্রতকে জেরা করে বেশ কিছু প্রশ্নে অসংগতি পাওয়া যায়। তারপরই টানা ৭ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তাঁকে। সকালে দীর্ঘ ক্ষণ সোদপুরের বাড়িতে তল্লাশি অভিযানের পর সুব্রতকে আটক করা হয়। পরে তাঁকে বেলঘরিয়ার একটি আবাসনে নিয়ে গিয়েও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ চলে সওয়াল জবাব। এরপর সন্ধে নাগাদ সুব্রতকে শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়। ইডি আধিকারিকরা সাফ জানিয়ে দিয়েছেন বর্তমানে তিনি বাইরে কোথাও যেতে পারবেন না। পাশাপাশি তদন্তের স্বার্থে তাঁকে সবরকম সাহায্য করতে হবে।

সোমবার সকালে সুব্রত মালাকারের সোদপুরের বাড়িতে আচমকাই হানা দেয় ইডি। যদিও সেইসময় বাড়িতে ছিলেন না সুব্রত। এরপর সুব্রত স্ত্রী ফোন করে তাঁকে ডেকে পাঠান। বাড়িতে আসতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েন অভিযুক্ত। চলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। ইডি আধিকারিকদের অভিযোগ, সুব্রতর নামে কমপক্ষে ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) হদিশ মিলেছে। আর ওই অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষাধিক টাকার লেনদেনও (Money Transaction) হয়েছে। এদিন টাকার উৎস নিয়েই মূলত প্রশ্ন করা হয়েছিল সুব্রতকে।

এদিন ব্যাঙ্কের কর্মীদের সঙ্গে নিয়ে সুব্রতের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির চার সদস্যের প্রতিনিধি এবং এসবিআইয়ের দুই আধিকারিক সুব্রত মালাকারের পানিহাটির বাড়িতে যায়। সোমবার সকাল সাড়ে আটটা থেকে সুব্রত এবং তাঁর পরিবারকে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। পাশাপাশি এদিন অভিযুক্তর বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইল ও নথি বাজেয়াপ্ত করেন ইডির আধিকারিকরা।

আরও পড়ুন- এবার ইডি–সিবিআই নিয়ে বিস্ফোরক টুইট তথাগত রায়ের

 

Related articles

১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: পরিবহন মন্ত্রী

হাতে গুণে আর একমাস। পুজো মণ্ডপের ৫০ শতাংশ কাজ শেষ অননেক জায়গাতেই। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত...

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...

ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার...
Exit mobile version