Thursday, August 28, 2025

কাবুলে রাশিয়ার দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত দুই রাষ্ট্রদূত সহ মোট ২০

Date:

ভয়াবহ বিস্ফোরণে (Massive Blasts) সোমবার কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল (Kabul)। কাবুলের রুশ দূতাবাসের (Russian Embassy) সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। তাঁদের মধ্যে রয়েছেন রাশিয়ার দু’জন রাষ্ট্রদূতও (Ambassador)। আত্মঘাতী এক জঙ্গি এই হামলা চালিয়েছে বলেই অনুমান কাবুল পুলিশের (Kabul Police)। তবে দূতাবাসের নিরাপত্তারক্ষীদের (Security Personnel) গুলিতেই ওই জঙ্গিকে নিকেশ হয়েছে বলে খবর। সম্ভবত এদিন কাবুলের একাধিক জায়গায় হামলা চালানোর পরিকল্পনা ছিল ওই জঙ্গির। এদিন সকাল ১১টা নাগাদ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত (Injured) হয়েছেন বলে খবর। তাঁদের নিকটবর্তী এক হাসপাতালে (Hospitalized) ভর্তি করানো হয়েছে। ঘটনার উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি (New Delhi)। ইতিমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মস্কোও (Moscow)।

কাবুল পুলিশ জানিয়েছে, সোমবার সকালে রুশ দূতাবাসের সামনে বিস্ফোরক (Explosives) জমা করে ওই জঙ্গি। তারপরই সে নিরাপদ জায়গায় সরে যায়। বিস্ফোরণের পরে পরিস্থিতি নিজের চোখে দেখতে ফের রুশ দূতাবাসের দিকে যায় ওই জঙ্গি। তারপরেই নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় জঙ্গির। তবে ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে এখনও সরকারিভাবে বিশদে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর দুর্ঘটনায় দুই রাষ্ট্রদূত সহ ২০ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য,

গত শুক্রবারই কাবুলের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় ৫ শিশু সহ মোট ৩৫ জনের মৃত্যুর খবর সামনে আসে। আহত হন কমপক্ষে ৪০ জন। এরপর ফের এই জঙ্গি হামলা।

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version