Sunday, August 24, 2025

ফের বিরাট মন্তব্যের পাল্টা, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সময় পাশে ছিল বোর্ড, দাবি এক বোর্ড কর্তার

Date:

বিরাট কোহলির ( Virat Kohli) সাংবাদিক সম্মেলনের মন্তব্য ঘিরে একের পর এক বিতর্কের সৃষ্টি হয়েই চলেছে। রবিবার এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে হারের পর সাংবাদিক সম্মেলন করেন বিরাট। সেখানে তিনি বলেন,”টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউ কোনও ফোন করেননি। এক্ষেত্রে সতীর্থদের পাশাপাশি ইঙ্গিত ছিল বোর্ডের দিকেও। আর এবার কোহলির সেই মন্তব্যের বিরোধিতা করলেন এক বোর্ডকর্তা।নাম প্রকাশ‍্যে অনিচ্ছুক সেই কর্তা বলেন, প্রত্যেকে সেই সময় বিরাটের পাশে দাঁড়িয়েছে। শুধু ওর সতীর্থরা নয়, বোর্ডও। ও সমর্থন পায়নি, এটা বললে মিথ্যা বলা হবে। গত সোমবার বিরাটের এই মন্তব্যের পাল্টা দিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করও।

এদিন বিরাটের করা মন্তব‍্য নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সেই বোর্ড কর্তা এক সংবাদমাধ্যমে বলেন,” প্রত্যেকে সেই সময় বিরাটের পাশে দাঁড়িয়েছে। শুধু ওর সতীর্থরা নয়, বোর্ডও। ও সমর্থন পায়নি, এটা বললে মিথ্যা বলা হবে। নিজেকে পুরনো ছন্দে ফেরানোর জন্য ওর বিরতি দরকার ছিল। তারপর থেকে একটানা বিরতি পেয়েছে। টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর বোর্ডের প্রত্যেকে ওকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছে। জানি না ও কার ব্যাপারে কথা বলছে।”

রবিবার পাকিস্তান ম‍্যাচের পর সাংবাদিক বৈঠকে ভারতের বিরাট বলেন, “আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি, একজন মাত্র প্রাক্তন ক্রিকেটার আমাকে ফোন করেছিল। অনেকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু ফোন করেছিল শুধু মহেন্দ্র সিং ধোনি। এর থেকেই বোঝা যায় কে আমার ভাল চায়। সত্যি যদি আমার কথা কেউ ভেবে থাকে, তা হলে সে আমাকে ফোন করে কথা বলতে পারত।”

আরও পড়ুন:সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন সুরেশ রায়না

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version