Monday, May 12, 2025

“সরকারি প্রকল্পে নাম বাদ গেলে হাত গলায় ঝুলবে”, মীনাক্ষীর বিতর্কিত বক্তব্যে নিন্দার ঝড়

Date:

একুশের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়িছিলেন বামেদের নতুন প্রজন্মের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কিন্তু দুর্ভাগ্য সিপিএম তাঁকে দুই হেভিওয়েটের মাঝে লড়িয়ে চিড়েচ্যাপ্টা করে দিয়েছিল। নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছিল মীনাক্ষীকে। যা হওয়ার তাই হয়েছে। গোহারা মীনাক্ষী। যদিও দমানো যায়নি তাঁকে। বিভিন্ন মিটিং-মিছিলে আক্রমণাত্মক কথা বলে যেমন শিরোনামে এসেছেন, তেমনই বিতর্ক তৈরি করেছেন।

ফের বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে মীনাক্ষী। এবার
হুঁশিয়ারির সুরে বললেন, “সরকারি প্রকল্প থেকে কারও নাম বাদ গেলে যে হাত সেই নাম বাদ দিচ্ছে, তার হাত আর হাতের জায়গায় থাকবে না। গলা থেকে ঝুলবে।” এমন উস্কানিমূলক বক্তব্য মীনাক্ষী বললেন অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে দাঁড়িয়ে।

বীরভূমের লোহাপুরে এক সভায় যোগ দিয়ে DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ”সরকারি প্রকল্পর টাকা সরকারের কোষাগার থেকে খরচ গোয়। সেটা সকলের জন্য। অথচ সেখান থেকে কারও কারও নাম বাদ পড়ছে। যদি নাম বাদ যায়, যে হাতে সেই নাম কাটা হবে, সেই হাত আর হাতের জায়গায় থাকবে না। গলা থেকে ঝুলবে। সেই ব্যবস্থা আমরা করব।”

মীনাক্ষীর এমন বক্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে হয়েছে। রাজনৈতিক মহলে নিন্দার ঝড়। মীনাক্ষীর এই হুঁশিয়ারিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ”এটা মীনাক্ষীদের জেনেটিক সমস্যা। বিনয় কোঙাররাও নন্দীগ্রাম নিয়ে বলেছিলেন, লাইফ হেল করে দেব। ওদের কথা ধরেই মীনাক্ষী এসব বলছে।”

 

Related articles

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...
Exit mobile version