Thursday, November 13, 2025

Kolkata: টালার পর নজরে চিৎপুর ব্রিজ, সেতুর পুনর্নির্মাণ নিয়ে জরুরি বৈঠক

Date:

আসছে পুজো, তার আগেই উত্তর কলকাতার (North Kolkata)মানুষের কথা ভেবে টালা ব্রিজ (Tala Bridge) খোলার ঘোষণা করেছে সরকার। এবার নজর কলকাতার আরও একটি সেতু। আগামী ২৪ সেপ্টেম্বর মহালয়ার (Mahalaya) দিন নতুন টালা সেতুর উদ্বোধনের পরেই, কেএমডিএ (Kolkata Municipal Development Authority)- এর নজরে এবার চিৎপুর ব্রিজ (Chitpur Bridge)। জরাজীর্ণ চিৎপুর সেতুর ভাঙার কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। সেই জায়গায় তৈরি হবে নয়া উড়ালপুল । সোমবার কলকাতা পুরসভায় (KMC)চিৎপুর সেতু নির্মাণ নিয়ে একটি জরুরি বৈঠক হয়। বৈঠকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh)উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিব খলিল আহমেদ, পুর কমিশনার বিনোদ কুমার, কেএমডিএ এবং পুরসভার আধিকারিকরা।

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। প্রায় আড়াই বছরের যানজটের যন্ত্রণা কাটিয়ে মহালয়ার আগের দিনই নতুন রূপে আসতে চলেছে টালা ব্রিজ। তবে এরপরই নজরে কলকাতার আরও এক সেতু। উল্লেখ্য ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে মাঝেরহাট সেতু ভেঙে যাওয়ার পর রাজ্যের সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করে রাজ্য সরকার। সেই পর্যায়ে টালা ও চিৎপুর সেতু ভাঙার সিদ্ধান্ত হয়। কিন্তু আগে টালা সেতু তৈরির সিদ্ধান্ত হওয়ায় চিৎপুর সেতু নির্মাণ পিছিয়ে যায়। পুরনিগম সূত্রে খবর, চিৎপুর সেতুর নিচে প্রায় ৮০টি পরিবার থাকে। দু-একদিনের মধ্যেই তাঁদের সঙ্গে পুনর্বাসন সংক্রান্ত আলোচনা শুরু হবে বলে মনে করা হচ্ছে। উত্তর কলকাতার টালা ব্রিজের থেকে বয়স বেশি চিৎপুর ব্রিজের। বর্তমানে এই ব্রিজের অবস্থা ভাল নয়। পাশাপাশি বিগত আড়াই বছর ধরে টালা ব্রিজের সংস্কারের কাজের জন্য সেই রুটে যান চলাচল বন্ধ করা হয়। এরপর থেকে চিৎপুর ব্রিজের ওপর চাপ আরও বেড়েছে। কিন্তু যতক্ষণ না টালা ব্রিজ চালু করা যাচ্ছে ততক্ষন পর্যন্ত এই চিৎপুর ব্রিজ ভাঙা সম্ভব নয়। তাতে উত্তর কলকাতার ট্র্যাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে বলেই আশঙ্কা। সেই ক্ষেত্রে মহালয়ার আগেই খুলছে টালা তাই এবার চিৎপুর ব্রিজ সারাতে উদ্যোগী কেএমডিএ (KMDA)।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version