Thursday, January 15, 2026

মলয় ঘটককে ৭ ঘণ্টা জেরা সিবিআইয়ের, দিনভর তল্লাশি ৬ টি বাড়িতে

Date:

Share post:

আইনমন্ত্রী মলয় ঘটককে ৭ ঘণ্টা জেরা করল সিবিআই। দিনভর তল্লাশি করা হল তার ৬ টি বাড়িতে।এমনকি, রাজ্যের মন্ত্রী বাড়ির আলমারি, ঘরের তালা খুলতে চাবিওয়ালাকে ডেকে পাঠালো সিবিআই৷বুধবার সকালেই আসানসোলের আপকার পার্কে মলয় ঘটকের বাড়িতে হানা দেয় সিবিআই৷ আসানসোলের এই বাড়িতেই বর্তমানে থাকেন মলয় ঘটক৷
যদিও সকাল থেকে মন্ত্রী মলয় ঘটকের খোঁজ না মিললেও পরে জানা যায় তিনি রাজ ভবনের পাশে মন্ত্রী আবাসনে রয়েছেন৷ এ দিন সকালে সেখানেও যান সিবিআই আধিকারিকরা৷ জানা গিয়েছে, সেখানেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা৷
জানা গিয়েছে, আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে মলয় ঘটকের স্ত্রী ছাড়াও পরিবারের অন্যান্য কয়েকজন সদস্য ছিলেন৷ কিন্তু বাড়ির বেশ কয়েকটি ঘর তালাবন্ধ অবস্থায় ছিল৷ যদিও সেই তালার চাবি কোথায় তা তিনি জানেন না বলে দাবি করেন মন্ত্রীর স্ত্রী৷ এর পরেই তালা খুলতে স্থানীয় এক চাবিওয়ালাকে ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা৷

এমনকি, বাড়ির চিলেকোঠার ঘরের তালা ভেঙেও তল্লাশি চালান সিবিআই কর্তারা৷ খুলে ফেলা হয় ঘরের ফলস সিলিংও৷ আসানসোলে মলয় ঘটকের মোট তিনটি বাড়িতে সিবিআই তল্লাশি চালায়৷ সিবিআই তল্লাশি চলাকালীন মলয় ঘটকের বাড়ির অদূরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী, সমর্থকরা৷ এ ছাড়াও কলকাতায় লেক গার্ডেন্সে মলয় ঘটকের বাড়িতেও হানা দেয় সিবিআই৷
এদিন মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক গোয়েন্দাদের ব্যবহারের প্রশংসাও করেছেন। যদিও সিবিআইয়ের তরফে সুদেষ্ণার দাবি প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।গোয়েন্দারা বেরিয়ে যেতেই সুদেষ্ণা জানান, তদন্তকারীরা তাঁর সঙ্গে ভীষণ ভাল ব্যবহার করেছেন। তাঁর দাবি, ‘‘ওঁরা বলেন, আপনার ব্যবহার ভীষণ ভাল।’’ একই সঙ্গে মন্ত্রী-জায়া বলেন, ‘‘সব দেখে গোয়েন্দারা বলেন, ‘আমরা যা ভেবেছিলাম, এখানে এসে সব উল্টো দেখলাম। অন্যান্য জায়গায় যা দেখেছি তাতে ভাবতে পারিনি যে, এটা একটা মন্ত্রীর বাড়ি হতে পারে।’’ সিবিআই আধিকারিকরা কোনও নথি বাজেয়াপ্ত করেছেন কি না জানতে চাওয়ায় সুদেষ্ণা পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনারা কি ওঁদের হাতে কিছু দেখলেন?’’
তদন্তকারীরা তাঁর কাছ থেকে কিছু জানতে চাননি বলে দাবি করেছেন মলয়ের স্ত্রী। তিনি বলেন, ‘‘ওঁরা খুবই ভদ্র ব্যবহার করেছেন। আলমারি খুলে ওঁরা আমাকেই জামাকাপড় সরাতে বলেন। এ-ও বলেন, ‘‘বাড়িতে ভাঙা জিনিসপত্র রাখবেন না।’’

spot_img

Related articles

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...

তামিমকে অপমান, ক্রিকেটারদের কড়া অবস্থানে কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

টি২০ বিশ্বকাপের আগে গৃহযুদ্ধে জেরবার বাংলাদেশ ক্রিকেট। কর্তা বনাম ক্রিকেটারদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারকে অসম্মান করার...

খসড়া তালিকা প্রকাশ না করলে গণ-আন্দোলন বাংলা থেকে দিল্লি: নন্দীগ্রামে হুঙ্কার অভিষেকের

লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা প্রকাশ না করলে তৃণমূল গণ-আন্দোলন গড়ে তুলবে। শুধু কলকাতায় নয়, আন্দোলন আছড়ে পড়বে দিল্লিতেও। বৃহস্পতিবার...