Wednesday, November 12, 2025

সিঙ্গাড়া কিনেও মেলেনি প্লেট-চামচ! সোজা মুখ্যমন্ত্রীকে ‘ফোন’ ক্রেতার

Date:

সিঙ্গাড়ার ( Samosa ) দোকানে কেন চামচ, বাটি দেওয়া হয়নি, মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে এমন অভিযোগ জানালেন এক ব্যক্তি। সিঙ্গাড়া কিনতে গিয়ে তিনি দোকানের মালিকের কাছ থেকে চামচ, বাটি পাননি। শিগগিরই যাতে এই সমস্যার সমাধান করা হয়, সেই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করলেন বংশ বাহাদুর নামে এক ব্যক্তি।

সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা নথিভুক্ত করতে মধ্য প্রদেশে চালু রয়েছে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর। নিজেদের সমস্যা সেই হেল্পলাইন নম্বরে ফোন করে মুখ্যমন্ত্রীকে জানান রাজ্যবাসী। কিন্তু সম্প্রতি মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে যে ফোন গিয়েছে তাতে চমকে গিয়েছেন অফিসাররা। হেল্পলাইন নম্বরে ফোন করে বাহাদুর নামে ওই ব্যক্তি বলেছেন, “ছত্তারপুর বাসস্ট্যান্ডে একটি সিঙ্গাড়ার দোকান রয়েছে। ওই দোকানের নাম রাকেশ সামোসা। যাঁরা এখান থেকে সিঙ্গাড়া প্যাকেটে করে নিয়ে যান, তাঁদের কোনও চামচ বা বাটি দেওয়া হয় না। তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করন।”

জানা গিয়েছে ৩০ অগস্ট বাহাদুর  গিয়েছিলেন ওই সিঙ্গাড়ার দোকানে। সেখানে সিঙ্গাড়া প্যাক করে দেওয়ার পর দোকানের কর্মচারীরা চামচ বা বাটি দিতে অস্বীকার করেন বলে অভিযোগ ওই ব্যক্তির। এরপরই হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানান ওই ব্যক্তি। বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়। নেটিজেনদের মধ্যেও বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়। গত ৩০ অগাস্ট বাহাদুর সিএমও অফিসে অভিযোগ দায়ের করলেও, ৫ সেপ্টেম্বর তা খারিজ করে দেওয়া হয়। তবে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় আলোচনা।

আরও পড়ুন- “অন্যায় হয়েছে”, মলয়ের বাড়িতে CBI তল্লাশিতে মন্তব্য অনুব্রতর, কী বললো মন্ত্রীর পরিবার


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version