Wednesday, August 27, 2025

বিধানসভার বিএ কমিটির বৈঠকে আমন্ত্রিত জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়

Date:

পুজোর আগে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। আর সেখানেই বিএ কমিটির বৈঠকেও আমন্ত্রণ জানালো হল নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিল্পমন্ত্রীর বর্তমান ঠিকানা এখন আলিপুরের প্রেসিডেন্সি জেল।

বিধানসভা সূত্রে খবর, দল কিংবা মন্ত্রিসভা থেকে অপসারিত হলেও, পার্থ চট্টোপাধ্যায় এখনও খাতায়-কলমে বেহালা পশ্চিমের বিধায়ক। বিএ কমিটির বৈঠকে শাসকদলের যে প্রতিনিধি দল যোগ দেয়, সেই দলে থাকেন পার্থবাবুও। এবার তাঁকে আমন্ত্রণ জানানো যাবে না, সেকথা সরকারিভাবেও জানানো হয়নি। ফলে নিয়ম মেনে তাঁকেও বিএ কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এখন তিনি প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি। মন্ত্রী থাকাকালীন বিধানসভার মুখ্যমন্ত্রীর ঠিক পাশের আসনেই বসতেন পার্থ। এখন তিনি আর মন্ত্রী নন, শুধুই বিধায়ক। তাই বিধানসভায় আসন বরাদ্দ হওয়ার পর মুখ্যমন্ত্রীর আসনের পিছনের সারিতে পার্থ চট্টোপাধ্যায়ের বসার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন- চিকেনের জায়গায় হাড় দিয়ে ক্ষমা প্রার্থনা! ডেলিভারি বয়ের কাণ্ডে তাজ্জব নেটদুনিয়া

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version