Entertainment: রান্নাঘরকে ভালোবেসে এবার ক্যান্টিন খুললেন শুভশ্রী

মেয়েরা স্বাধীন হতে চাইলেই কি তাদের অন্য চোখে দেখতে বলা হয় ? ছোট থেকে অনেক স্বপ্ন নিয়ে বড় হয়ে ওঠা কিন্তু পরিস্থিতির চাপে সব তাকে জলাঞ্জলি দিয়ে সংসারে মিশে যাওয়া। এই গল্পটা আমাদের চারপাশে প্রতিদিন লড়াই করে বেঁচে থাকা সাধারণ মানুষের। কিন্তু অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘বৌদি ক্যান্টিন’ (Boudi Canteen)এর গল্পটা একটু আলাদা। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া নয়। এমনকি শিক্ষকতাও নয়, নায়িকা সফল কেরিয়ার হিসেবে রান্নাঘরকেই বেছে নিতে চান। তিনি কি পারবেন সফল হতে? মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত দ্বিতীয় ছবি বৌদি ক্যান্টিন (Boudi Canteen)-এর ট্রেলার (Trailer) । রান্না করতে ভালোবাসে এমন মেয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া এবং তাকে প্রতিষ্ঠা করার গল্প বলবে এই ছবি । ছবির মুখ্যভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) , ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে স্বয়ং পরিচালককেই । এছাড়াও ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) । শুভশ্রীর অনস্ক্রিন শাশুড়ির ভূমিকায় থাকছেন অনুসূয়া মজুমদার ।

বিখ্যাত শেফ, কলকাতার মেয়ে আসমা খানের জীবন অবলম্বনে তৈরি পরিচালক-অভিনেতা পরমব্রতর নতুন এই ছবি। ব্যবসা করলে কি বাঙালির জাত যায়? পুরুষালি, মেয়েলি, এই সংজ্ঞাগুলো কে বা কারা ঠিক করে? এমনই কিছু প্রশ্ন প্রকাশ্যে এনে চমক তৈরি করল পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও সোহম চক্রবর্তী অভিনীত ‘বৌদি ক্যান্টিন’ (Boudi Canteen) ছবির ট্রেলার। ভিন্ন স্বাদের গল্প পছন্দ করা আধুনিক বাঙালির কাছে এই ছবি কতটা জনপ্রিয় হয়ে ওঠে তার জন্য অপেক্ষা করতে হবে দেবীপক্ষ পর্যন্ত।

Previous articleডিজের শব্দমাত্রায় রাশ টানছে পরিবেশ দফতর
Next articleদুই কিশোরের মৃত্যু ভুলে নিজের জন্মদিন পালন কাউন্সিলরের!