Wednesday, November 12, 2025

এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লিতে অথচ বাংলাকে বাদ! কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ মমতা

Date:

এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি এসেছেন। অথচ বাংলাকে বাদ দেওয়া হল! কেন্দ্রের ভূমিকায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অধিবেশন থেকে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
চারদিনের ভারত সফরে দিল্লি এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina)। কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার পরিসরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে না রাখায় ক্ষুব্ধ মমতা। এদিন তিনি বলেন, “হাসিনাজি দিল্লিতে এসেছেন। আমার সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। পুজোর সময়ে আমি ওনাকে চিঠি দিই। উনি আমাকে শাড়ি পাঠান। আম পাঠান, কখনও ইলিশ পাঠান। আমি শুনেছি, উনি এই সফরে আমার সঙ্গে দেখা করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু দিল্লি তা শোনেনি। এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লিতে এসেছেন, অথচ বাংলাকে বাদ দেওয়া হল।”

এরপরেই বিভিন্ন দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও, কেন্দ্রের বাধা দেওয়ার বিষয়ে তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এইসব করেছে কেন্দ্র। আগে তাঁর চিকাগো সফরে অনুমতি দেয়নি মোদি সরকার। চিন তাঁকে আমন্ত্রণ করলেও আপত্তি জানানো হয়। ইউএনের একটি সংস্থা বাংলাকে সাংস্কৃতিক পর্যটনে সেরার তকমা দিয়েছে। সেই পুরস্কার গ্রহণ করতে যাওয়ার প্রসঙ্গেই এই কথা জানান মমতা।

 

 

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version