Sunday, November 16, 2025

প্রশান্তকে ‘ধান্দাবাজ ব্যবসায়ী’ কটাক্ষ নীতীশের, পাল্টা টুইট করে ডিলিট পিকের

Date:

একসময় দু’জনে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন। নীতীশ কুমারের (Nitish Kumar) হাত ধরেই সক্রিয় রাজনীতিতে পা বাড়ান প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তবে দুজনের সম্পর্কে যে ভালোমতই চির ধরেছে তা সময় যত গড়িয়েছে ততই প্রকট হয়েছে। বর্তমানে সমস্ত হৃদ্যতাকে দূরে সরিয়ে একে অপরকে কাদা ছোঁড়াছুড়ি খেলায় মেতে উঠেছেন। একদিকে যেমন প্রশান্ত কিশোরকে ‘ধান্দাবাজ’ বলছেন নীতীশ। ঠিক তেমনই নীতীশ ও তাঁর শিবিরকে বেশি গুরুত্ব দিতে নারাজ ভোটকুশলী প্রশান্ত। এবার নাম না করে প্রশান্ত কিশোরকে কটাক্ষ করলেন বিহারের মুখ্যমন্ত্রী (Chief Minister of Bihar)।

বুধবার রাতে জেডিইউ সভাপতি (JDU President) বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করাই ওঁর ব্যবসা। তবে বিহারে আমাদের জন্য ওঁর কিছু করার নেই। উনি একজন ‘ধান্দাবাজ ব্যবসায়ী’ (Scheming Businessman)। নীতীশের এমন মন্তব্যের পর চুপচাপ বসে নেই প্রশান্তও। বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্ট (Twitter) থেকে নীতীশ-মোদির একগুচ্ছ ছবি পোস্ট করেন পিকে। যেখানে নীতীশ ও মোদিকে (Narendra Modi) হাসি মুখে দেখা যাচ্ছে। প্রশান্ত সাফ বুঝিয়ে দেন আসল ‘ধান্দাবাজ’ আসলে নীতীশই। যিনি প্রয়োজনে বিজেপির (BJP) হাত ধরেছেন, পরে পরিস্থিতি বেগতিক বুঝে গেরুয়া সঙ্গ ত্যাগ করেছেন। যদিও টুইটটি নিজের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিয়েছেন তিনি।

বুধবার নীতীশ আরও বলেন, উনি বিভিন্ন বিবৃতি দিচ্ছেন। হতে পারে তিনি বিজেপির সঙ্গে থাকতে চান। হতে পারে, তিনি তাদের সাহায্য করতে চান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী লোকসভা ভোটে পিকের কোনওরকম সাহায্য নিতে চাইছেন না বিহারের মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই নানা কৌশলে প্রশান্তের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছেন। দিন দুয়েক আগেই প্রশান্ত বলেছিলেন, নীতীশ কুমার ‘পক্ষ’ থেকে ‘বিপক্ষে’ এলেও জাতীয় রাজনীতিতে তিনি খুব একটা প্রভাব ফেলতে পারবেন না। এটা একটা রাজ্যের ব্যাপার। এই পরিবর্তনে জাতীয় রাজনীতিতে খুব একটা আমূল পরিবর্তন হবে না। তবে যে কেউ চেষ্টা করতেই পারে। পাশাপাশি নীতীশের আমলে বিহারে ঠিক কতটা উন্নতি হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ভোটকুশলী (Election Strategist)।

যার পাল্টা দেন নীতীশও। বিহারের মুখ্যমন্ত্রী জানান, উনি একজন ব্যবসায়ী। যখন আমার সঙ্গে ছিলেন, তখনই বলেছিলাম নিজের পেশা ছেড়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে। কিন্তু উনি তাতে রাজি হননি। আসলে উনি রাজনীতি নিয়ে ব্যবসা করেন, তাই উনি কি বললেন তাতে আমার কিছু যায় আসে না।

 

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...
Exit mobile version