Wednesday, January 14, 2026

পালানোর পর প্রতিরাতে হাওড়া স্টেশনে ঘুমোতে আসতো বাগুইআটিতে জোড়া খু*ন কাণ্ডের মাস্টার-মাইন্ড

Date:

Share post:

বাগুইআটিতে (Baguiati)  জোড়া খু*ন কাণ্ডের মাস্টার-মাইন্ড সত্যেন্দ্র চৌধুরিকে ইতিমধ্যেই হাওড়া স্টেশন (Howrah Station) চত্বর থেকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ ও সিআইডি( CID)। আদালত তাঁকে ১৪ দিনের CID হেফাজতের নির্দেশ দিয়েছে। সত্যেন্দ্রকে (Satyendra Chaudhary)জেরা করে দশম শ্রেণির পড়ুয়া দুই কিশোরকে হত্যার মোটিভ জানতে চান গোয়েন্দারা।

তারই মাঝে প্রকাশ্যে এসেছে হাওড়া স্টেশনের একটি CCTV ফুটেজ। সেখানে সত্যেন্দ্র চৌধুরির গতিবিধি স্পষ্ট। ফুটেজে দেখা যাচ্ছে, কাঁধে ব্যাগ, হাফপ্যান্ট পরে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে বাগুইআটি জোড়া খু*নে মূল অভিযুক্ত। মুখ মাস্কে ঢাকা। তবে সে যে খুব চিন্তিত, অন্তত CCTV ফুটেজ দেখে তা কেউ অনুমান করতে পারবে না।

সূত্রের খবর, সত্যেন্দ্রর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। প্রতিনিয়ত তার ফোনের টাওয়ার লোকেশন “ট্র্যাক” করছিলেন গোয়েন্দারা। পুলিশ কার্যত নিশ্চিত ছিল, সত্যেন্দ্র বেশিদিন পালিয়ে বাঁচতে পারবে না। পকেটে টান পড়লে সে নতুন সিম ফোনে লাগিয়ে পরিচিত কারও কাছে টাকা চাইবেই। এবং সেটাই ঘটছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, খুন করার পর থেকে দিনের বেলায় বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ালেও রাতটা সে শুতে আসতো হাওড়া স্টেশনেই। ঘণ্টায় ১০ টাকা খরচ করে স্টেশনের বাতানুকূল যাত্রী প্রতীক্ষালয়ে সতেন্দ্র নিশিযাপন করেতো। এক আত্মীয়ের থেকে কিছু মোটা টাকা পেয়ে শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই মুম্বই পালানোর প্রস্তুতি নিতে শুরু করে সে। স্টেশনের CCTV ফুটেজে সেই ছবি ধরা পড়েছে।

শুক্রবার,একটি বেসরকারি টিকিট বুকিং কাউন্টারে গিয়ে এক কর্মী কাছে মুম্বই যাওয়ার কী ট্রেনগুলি সম্পর্কে খোঁজ খবর নেয়। তখনই টিকিট কাউন্টারে দাঁড়িয়েই নিজের ফোনে ফোন চালু করে এক পরিচিতের কাছে ফোন করে টাকা চায়। সত্যেন্দ্র ফোন অন করতেই লোকেশনের ট্রাক করে ফেলেন ফাঁদ পেতে বসে থাকা গোয়েন্দারা। নিমেষে সেখানে পৌঁছে যায় পুলিশ। গ্রেফতার করা হয় সত্যেন্দ্রকে।

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...