Thursday, November 13, 2025

Himachal: কুলুতে নিখোঁজ চার বাঙালি পর্বতারোহী, খিমলোগা পাসে মিলল সুজয়ের দেহ

Date:

শৃঙ্গ জয় করতে গিয়ে ফের-বিপত্তি। হিমাচলে (Himachal) নিখোঁজ কলকাতার চার পর্বতারোহী (mountaineer)। দিবস দাস, অভিজিৎ বণিক, চিন্ময় মণ্ডল এবং বিনয় দাস। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ৭ সেপ্টেম্বর থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

হিমাচল প্রদেশের মাউন্ট আলি রতনি টিব্বা (Mount Ali Ratni Tibba) জয় করার লক্ষ্যে গিয়েছিলেন ৬ বন্ধু পর্বতারোহী। দুর্গম শৃঙ্গ জয়ের নেশায় বারবার বেরিয়ে পড়তেন তাঁরা। কিন্তু এবার ঘটে গেল মহাবিপদ। সূত্রের খবর, ১৮ অগাস্ট কলকাতা থেকে হিমাচল প্রদেশের কুলুর উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা।প্রায় ৫,৪৭০ মিটার উঁচু মাউন্ট আলি রতনি টিব্বায় (Mount Ali Ratni Tibba) যাওয়ার কথা ছিল তাঁদের। পুজোর আগেই শৃঙ্গ জয় করার স্বপ্ন নিয়ে আরও দুই সঙ্গী ও এক রাঁধুনিকে সঙ্গে করে বেরিয়ে পড়েছিলেন তাঁরা। মালানা গ্রাম থেকে তাঁদের যাত্রা শুরু হয়েছিল। বুধবারের আগেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন অ্যাডভান্সড বেস ক্যাম্পে। এরপর সেখান থেকেই তাঁদের শৃঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে সময় পেরিয়ে গেলেও তাঁরা ফেরেননি। যার ফলে বেজায় চিন্তায় পড়েন অপেক্ষারত শেরপা। হিমাচলের মালানা এলাকা থেকে ৭ সেপ্টেম্বর আচমকাই চারজন নিখোঁজ হয়ে যান। এরপর শেরপা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। শুক্রবার ওই পর্বতারোহীদের খোঁজে একটি উদ্ধারকারী দল রওনা দেয় আলি রতনি টিব্বার উদ্দেশ্যে। জেলা প্রশাসন ও অটল বিহারী মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দল নিখোঁজ পর্বতারোহীদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে । এই দলকে স্যাটেলাইট মোবাইলও দেওয়া হয়েছে । এসডিএম কুলু বিকাশ শুক্লা জানিয়েছেন, ঘটনাস্থলে দল পাঠানো হয়েছে ৷ উদ্ধার অভিযান থেকে ফিরে আসার পরই কিছু বলা সম্ভব হবে।

অন্যদিকে, দেবভূমিতে ট্রেকিং গিয়ে মৃত বাঙালি পর্যটক সুজয় দলুই (Sujoy Dolui) এর দেহ মিলল খিমলোগা পাসে (Khimloga Pass)। পরিবার সূত্রে খবর, গত ২৪ অগস্ট বাড়ি থেকে উত্তরাখণ্ডের নাথুলা পাসের উদ্দেশে। এরপর গত ২৭ অগস্ট পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়। তারপরই আর কোনও কথা হয়নি বলে খবর। হিমাচলের ট্রেক করতে গিয়ে ছিতকুলে ফেরার পথে গর্তে পড়ে যান দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা সুজয়। এরপর তাঁর মৃত্যুর খবর আসতেই ভেঙে পড়ে পরিবার। অবশেষে আইটিবিপির বিশেষ টিম খিমলোগা পাস থেকে বাঙালি পর্যটক সুজয় দলুই-এর দেহ উদ্ধার করেছে।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version