শনিবারই একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন অস্ট্রেলিয়ার (Australia) একদিনের ও টি-২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের পরে আর অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেট খেলবেন না তিনি। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টি-২০ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ফিঞ্চ। আর ফিঞ্চের অবসরের সিদ্ধান্তের পর তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
এদিন অবসরের ঘোষণা করতে গিয়ে ফিঞ্চ সোশ্যাল মিডিয়ায় বলেন, “একটা দুর্দান্ত যাত্রা পেরিয়ে এলাম! সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারা গর্বের ব্যাপার। ছোট থেকেই অস্ট্রেলিয়ার হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। যা আশা করেছিলাম তার থেকে অনেক কিছু বেশি পেয়েছি। শুভেচ্ছাবার্তা এবং শুভকামনার জন্যে সবাইকে ধন্যবাদ।”
আর এই পোস্টেরই কমেন্টে কোহলি লেখেন,” দারুণ খেলেছে ফিঞ্চি। এত বছর ধরে তোমার বিরুদ্ধে খেলা এবং আরসিবি-তে তোমার সঙ্গে খেলা খুবই উপভোগ করেছি। জীবনের পরের অধ্যায় যাতে দারুণ ভাবে কাটাতে পারো, তার জন্য সব রকম শুভেচ্ছা রইল।”
আরও পড়ুন:দ্রাবিড়ের মধুচন্দ্রিমা শেষ হয়ে গিয়েছে, বললেন ভারতের প্রাক্তন নির্বাচক সাবা করিম