Thursday, August 21, 2025

এশিয়া কাপে (Asia Cup) আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে শতরান পেয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘদিন পর ব‍্যাটে বড় রান এসেছে ভারতের প্রাক্তন অধিনায়কের। এতে খুশি বিরাটের অসংখ্য অনুরাগী। খুশি পাকিস্তানের এক ভক্তও। এতটাই খুশি যে, যিনি কিনা ব‍্যাটের মধ‍্যে করিয়ে নিলেন বিরাটের সই। গত বৃহস্পতিবার ম্যাচের পর একটি ব্যাটে কোহলির সই সংগ্রহ করেছেন তিনি। তারপর সেই ভক্ত জানিয়েছেন কোটি টাকা দিলেও কোহলির সেই সই করা ব্যাট বিক্রি করবেন না তিনি। আজীবন নিজের কাছেই রেখে দেবেন ব্যাটটি।

এই নিয়ে সেই ভক্ত বলেন,” আমার হাতের এই ব্যাটটায় কোহলি ভাই সই করে দিয়েছেন। বলতে পারেন উনি আমাকে এটা উপহার দিয়েছেন। এত দিন পর শতরান করলেন তিনি। তারপর আমাকে ব্যাটে সই করে দিলেন। ভারত এখন আর আমিরশাহিতে খেলবে না। এবারের মতো শেষ ম্যাচ ছিল বিরাট ভাইয়ের। তাই নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে। আমি বিরাট ভাইকে শুধু একটা অনুরোধ করেছিলাম। হাসি মুখে আমার অনুরোধ রেখেছেন তিনি।”

এরপর তিনি আরও বলেন,” পাশেই একজন দাঁড়িয়ে ছিলেন। আমি তাঁকে চিনি না। কোহলি ভাইয়ের সই করে দেওয়ার পরেই ব্যাটটা উনি কিনতে চেয়েছিলেন। ৫ হাজার দিরহাম যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৮ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি ছিলেন তিনি। কিন্তু এই ব্যাটটা আমি বিক্রি করতে পারব না। কেউ যদি পাঁচ লাখ দিরহামও দেয় যা ভারতীয় মুদ্রায় ১ কোটি টাকা,  তাহলেও আমি এই ব্যাট বিক্রি করব না।”

আরও পড়ুন:ফিফা সভাপতি ইনফ‍্যান্টিনোর সঙ্গে সাক্ষাৎ এআইএফএফ সভাপতির

পাকিস্তানের এই ক্রিকেটপ্রেমী ক্রিকেট ব্যাটে ক্রিকেটারদের সই সংগ্রহ করে থাকেন। গত ন’বছর ধরে ক্রিকেটারদের সই সংগ্রহ করছেন তিনি। ইমরান খান, শাহিদ আফ্রিদি, বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিংদের সই করা ব্যাটও রয়েছে তাঁর সংগ্রহে।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version