Tuesday, November 11, 2025

মিডিয়া থেকে বিচার বিভাগ,সবেতেই চাপ দিচ্ছে প্রধানমন্ত্রীর দফতর: সুব্রহ্মণ্যম স্বামী

Date:

গণতন্ত্রের চার স্তম্ভের ওপর চাপ দিচ্ছে মোদি সরকার। এই নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। এবার সরাসরি সেই অভিযোগ উঠলো বিজেপির ভেতর থেকেই। প্রবীণ বিজেপি নেতা এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী একটি টুইটে মোদি সরকারকে নিশানা করে বলেন, দেশে সংবিধানের চার স্তম্ভের ওপর চাপ রয়েছে। এর জন্য কিছু করতে হবে।

আরও পড়ুন:অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি! আইপিএস দেবাশিস ধর ও তাঁর ঘনিষ্ঠ সুদীপ্তর বাড়িতে CID

সুব্রহ্মণ্যম স্বামী তার টুইট বার্তায় লিখেছেন, “নিঃসন্দেহে সংবিধানের চারটি স্তম্ভ ২০১৭ সাল থেকে ক্রমাগত চাপের মধ্যে রয়েছে। সংবাদপত্র ও টিভির মতো ইংরেজি গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের চাপে রয়েছে। বিচার ব্যবস্থার উপর চাপ রয়েছে সরকারের আইন কর্মকর্তাদের । শোষণ হচ্ছে ব্যাপক হারে। এই পরিস্থিতিতে আমাদের শীঘ্রই কিছু করতে হবে।” পাশপাশি তিনি এও বলেন, ‘সরকার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার উপর পাহারা দিচ্ছে। তারা প্রধানমন্ত্রী দফতর থেকে আসা নির্দেশে কাজ করছে।’

তবে এই প্রথমবার নয়,এর আগেও একাধিকবার মোদিকে নিশানা করেছেন সুব্রহ্মণ্যম স্বামী। কেন্দ্রীয় নীতিগুলিরও সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। এর আগে তিনি দলীয় সংগঠনের পদাধিকারী নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। আসলে, ১৭ আগস্ট বিজেপি তার সংসদীয় বোর্ড এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটি ঘোষণা করেছে। এতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে সংসদীয় বোর্ডের তালিকা থেকে বাদ দিয়েছে দল। এ প্রসঙ্গে সুব্রহ্মণ্যম স্বামী বলেছিলেন যে দলের প্রতিটি পদের সদস্যরা মোদির অনুমোদন নিয়ে নির্বাচিত হন। একটি টুইটে তিনি লিখেছেন, “জনতা পার্টি এবং তারপরে বিজেপির প্রথম দিকে, সংসদীয় বোর্ড দ্বারা সংগঠনের পদের নির্বাচন করা হয়েছিল এবং এটি দলের গঠনতন্ত্রেরও দাবি। কিন্তু এখন বিজেপিতে নির্বাচন নেই। মোদির  অনুমোদন নিয়ে প্রতিটি পদের জন্য সদস্য মনোনীত করা হয়।”

Related articles

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...
Exit mobile version