Thursday, August 28, 2025

জম্মু ও কাশ্মীরকে তিনটি ভাগে বিভক্ত করার পর থেকেই সরকার ও প্রশাসনের বিভিন্ন কাজের সমালোচনায় সরব হয়েছেন সাংবাদিক পীরজাদা আশিক। বারবার তাকে পুলিশ ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। একাধিকবার পেয়েছেন প্রাণে মেরে ফেলার হুমকি। কখনও কখনও এমন পরিস্থিতির শিকার হয়েছেন যে তিনি যা লিখেছেন তার ব্যাখ্যা দিতে হয়েছে পুলিশের কাছে। কিন্তু তারপরও থামেনি তার কলম, থামেনি সরকারের বিরুদ্ধে তার লেখালিখি। আর তারই শাস্তি স্বরূপ তাকে বাগে আনতে চাকরি থেকে বরখাস্ত করা হলো তার স্ত্রী মাশরাফ ইউসুফকে।
এমনই অভিযোগ উঠেছে কাশ্মীর প্রশাসনের বিরুদ্ধে। ওই সাংবাদিকের স্ত্রী মাশরাফ ২০১১ সাল থেকে শ্রীনগর পুরসভায় মিডিয়া অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। এত বছরের পুরনো কর্মচারী হওয়া সত্ত্বেও তাকে বরখাস্ত করা হয়েছে। এরপরই সমালোচনা শুরু হয়েছে গোটা কাশ্মীর জুড়ে।
দেশদ্রোহিতার অপরাধে জম্মু ও কাশ্মীর সরকার ইতিমধ্যেই ৩০ জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে। ২০২০ সালের জুলাইয়ে এই নিয়ে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির কাজই হল কেন্দ্রশাসিত অঞ্চলের কোনও সরকারি কর্মী দেশবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ছেন কিনা তা নজরে রাখা। যদি কারও বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে তিনি দোষী সাব্যস্ত হলে তাঁকে চাকরি থেকে সরানোর প্রস্তাবও সরকারের কাছে পৌঁছে দেয় এই কমিটি।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version