Wednesday, August 20, 2025

কাতার ফুটবল সংস্থার প্রেসিডেন্ট শেখ হামাদ বিন খালিফার সঙ্গে দেখা করলেন কল‍্যাণ চৌবে

Date:

শুক্রবারই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ‍্যান্টিনোর সঙ্গে দেখা করেছেন এআইএফএফ সভাপতি কল‍্যাণ চৌবে। আর রবিবার কাতার ফুটবল সংস্থার প্রেসিডেন্ট শেখ হামাদ বিন খালিফা এবং সচিব মনসুর আল আনসারির সঙ্গে দেখা করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি। এদিন দোহায় কাতার ফুটবল সংস্থার অফিসেই সে দেশের ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কল্যাণ চৌবে ও এআইএফএফ সচিব শাজি প্রভাকরণ। কাতার ফুটবল সংস্থার সঙ্গে মউ চুক্তি করতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন, এমনটাই জানা যাচ্ছে এআইএফএফ-এর পক্ষ থেকে।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামাদ বিন খালিফা, সচিব মনসুর আল-আনসারি ও অন্যান্য শীর্ষকর্তাদের সঙ্গে রবিবার কাতার ফুটবলের অফিসে আলোচনা করেন কল্যাণ-শাজি। এবং সেখানে ভারত ও কাতার উভয় দেশের ফুটবলের উন্নয়নের বিষয়ে বিশেষ কৌশলগত উপায়ে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা করেন তারা।

এই নিয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, “কাতার ফুটবল সংস্থার প্রেসিডেন্টকে ধন্যবাদ তাঁর মূল্যবান সময় দেওয়ার জন্য। ভারত এবং কাতারের মধ্যে ফুটবলের সমন্বয়ের জন্য ইতিবাচক আলোচনা হয়। আমি নিশ্চিত দুই দেশের ফুটবলকে তা এগিয়ে নিয়ে যাবে।”

আরও পড়ুন:এশিয়া কাপে ভারতের ব‍্যর্থতার জন‍্য দ্রাবিড় এবং রোহিত শর্মাকে দায়ী করলেন দিলীপ বেঙ্গসরকার

গত সপ্তাহে দোহায় গিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি ও সচিব। গত শুক্রবার ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ‍্যান্টিনোর সঙ্গে আলোচনা করেন কল্যাণ-শাজি। এবং ভারতীয় ফুটবলের উন্নয়নের বিষয়ে আলোচনা করেন তারা।

 

 

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version