বিয়ের বয়স পেরিয়ে গেছে কিনা বা কেন তিনি এখনও বিয়ে করলেন না, এই সব প্রশ্নের মুখে আগেও পড়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি (Former Congress President)। তবে এবার যা হল তার জন্য বোধহয় খুব একটা তৈরি ছিলেন না রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাজনৈতিক কর্মসূচির মাঝে বিয়ের প্রস্তাব পেলেন ৫২ বছর বয়সী রাহুল গান্ধী। রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রার (Bharat Joro Padayatra)মাঝেই ঘটল এহেন কাণ্ড। এরপর হাসিমুখে মাটিতেই বসে পড়লেন গান্ধী পরিবারের উত্তরসূরী। সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল হল সেই ছবি।

জাতীয় কংগ্রেসের (Indian National Congress) ভারত জোড়ো যাত্রার তৃতীয় দিনে পুরো অন্য মুডে রাহুল গান্ধী। ছবি পোস্ট করে গোটা ঘটনা সবার সামনে আনলেন আরেক কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)। শনিবার তৃতীয় দিনে পড়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রা। সেই দিনই তামিলনাড়ুর মারথান্ডামে (Marthandam) সমর্থকদের মুখোমুখি হন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তা নিয়েই শনিবার বিকেলে পরপর দুটি ছবি পোস্ট করেন সিনিয়র কংগ্রেস নেতা জয়রাম রমেশ। প্রথম ছবিতে মহিলা সমর্থকদের সঙ্গে কথা বলছেন রাহুল। আর দ্বিতীয় ছবিতে হাসি মুখে মাটিতে বসে আছেন কংগ্রেস সভাপতি। জয়রাম রমেশ একটি টুইট করে লেখেন, ভারত জোড়ো যাত্রার তৃতীয় দিনে এক আজব মুহূর্ত। মারথান্ডামে মনরেগা মহিলা কর্মীদের সঙ্গে বিকেলে কথা বলছিলেন রাহুল। সেই সময় একজন বলেন, তিনি জানেন রাহুল তামিলনাড়ুকে ভালবাসেন। তাই তাঁরা তাঁর সঙ্গে এক তামিল মেয়ের বিয়ে দিতে চান। যা শুনে রাহুল কার্যত অভিভূত হয়ে পড়েন।
A hilarious moment from day 3 of #BharatJodoYatra
During @RahulGandhi’s interaction with women MGNREGA workers in Marthandam this afternoon, one lady said they know RG loved Tamil Nadu & they’re ready to get him married to a Tamil girl! RG looks most amused & the photo shows it! pic.twitter.com/0buo0gv7KH
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 10, 2022
প্রসঙ্গত দেশের ১২টি রাজ্যে ভারত জোড়ো যাত্রা করছে জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধীর কথামতো এই যাত্রা কোনও রাজনৈতিক কর্মসূচিই কেবল নয়। তাঁর কাছে এই যাত্রা ব্যক্তিগত। তা বটে, নাহলে কেনই বা তিনি কংগ্রেসের কর্মসূচিতে অংশ নিয়ে নিজের বিয়ের প্রস্তাব পেলেন! অবশ্য এই নিয়ে রাহুলের ব্যক্তিগত কোনও প্রতিক্রিয়া মেলে নি। তবে জোর চর্চা রাজনৈতিক মহলে।
