দেশবাসীকে এশিয়া কাপ উৎসর্গ ফাইনালের নায়ক ভানুকা রাজাপক্ষর

এশিয়া কাপ হাতে নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক দাসন শনাকা তাদের ওপর আস্থা রাখতে বললেন দেশবাসীকে।

দেশের আর্থিক-রাজনৈতিক অবস্থা সঙ্কটে। ফিরে আসার লড়াই প্রতিনিয়ত করেছে শ্রীলঙ্কাবাসী (Srilanka)। আর রবিবার এশিয়া কাপে (Asia Cup) সেই লড়াইয়ে কিছুট অক্সিজেন ফিরে পেলেন লঙ্কানবাসীরা। আর তাই এশিয়া কাপ হাতে তুলে দেশবাসীকে উৎসর্গ ফাইনালের নায়ক ভানুকা রাজাপক্ষ।

ম্যাচের পর ভানুকা রাজাপক্ষ বলেন, “গোটা দেশকে এই ট্রফি উৎসর্গ করছি। অনেক দিন ধরে ওঁরা অপেক্ষা করছিলেন। দু’দশক আগেও ক্রিকেটবিশ্বে আমরা শাসন করতাম। আমাদের আগ্রাসন যে আবার ফিরে এসেছে, সেটা বুঝিয়ে দেওয়া দরকার ছিল। বিশ্বকাপের আগে এই ছন্দই ধরে রাখতে চাই আমরা। দেশে যে সঙ্কট চলছে, তাতে সবার কাছেই এটা একটা কঠিন সময়। তার মধ্যেও যে কিছু মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি, সেটা ভেবে গর্বিত। ”

 

২০২২ এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু শ্রীলঙ্কার অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি কারণে শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্ট সরে যায় দুবাইতে। তাই তো এশিয়া কাপ হাতে নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক দাসন শনাকা তাদের ওপর আস্থা রাখতে বললেন দেশবাসীকে। তিনি বলেন, “আমাদের ক্রিকেটারদের উপর আস্থা রাখুন। অনেক খারাপ জিনিস আশেপাশে ঘটে চলেছে। ক্রিকেটার হিসাবে আমরা জীবন উপভোগ করতে চাই। ক্রিকেটারদেরও ব্যক্তিগত জীবন রয়েছে। আমাদের উপর ভরসা রাখাটাই আসল। অধিনায়ক হিসেবে, আমি ক্রিকেটারদের আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করব।”

আরও পড়ুন:জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি