Friday, November 14, 2025

আমার নাম করে কেউ প্রভাবশালী হবে, বরদাস্ত করব না: কড়া হুঁশিয়ারি শোভনদেবের

Date:

সামনে পঞ্চায়েত নির্বাচন(Panchayat election)। তার আগে তৃণমূলের(TMC) মঞ্চে দাঁড়িয়ে দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পারিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়(Sohan Dev Chatterjee)। করা সুরে তিনি জানিয়ে দিলেন, “আমাকে ব্যবহার করে কেউ নিজের সম্পত্তি বাড়াক তা আমি চাই না। একই সঙ্গে জনতাকে তার প্রশ্ন, আমাদের ভোট দেবেন আর খেয়াল রাখবেন না আমি কেমন আছি?” শোভন দেবের বক্তব্যের ভিডিও সোমবার ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।

খড়দহের মহিষপোতা এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে ব্যবহার করে কেউ নিজের সম্পত্তি বাড়াক, তা আমি চাই না। আমার নাম করে কেউ প্রভাবশালী হবে, তা বরদাস্ত করব না।’ শোভন বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়েছেন, নির্বাচনে জয়ী করেছেন। আপনারা আমার জীবনযাত্রার ওপর নজুর রাখুন। আমি কেমন আছি, সেটা খেয়াল রাখুন।’ শোভন আরও বলেন, ‘যার কিছু ছিল না, সে হঠাৎ করে সম্পত্তির মালিক হয়ে গেল। একজন বাসের কনডাক্টর, সে ৫০ বিঘার মালিক হয়ে গেল। এ কখনও সম্ভব হয়? কোথা থেকে হয়, কে দিচ্ছে টাকা?’

এ পাশাপাশি স্বপন দেব কে বলতে শোনা যায়, “আমি চাইনা আমার গায়ে কেউ কালো দাগ ছিটিয়ে দিক। এত বছর আছি আমার অনেক বয়স হয়েছে। মাথা উঁচু করে আছি। আমার বাবা আমাকে বিধায়ক মন্ত্রী করেননি। আমার দল করেছে, মানুষ করেছে।”

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version