বৃষ্টিমাথায় মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে অভিষেক শ্যালিকা মেনকা! দেখা পেলেন না ইডি আধিকারিকদের

সংবাদমাধ্যমের কাছে মেনকার আইনজীবীর দাবি, রবিবার রাত সাড়ে ১২ নাগাদ মেনকাকে ইডি দফতরে তলব করা হয়েছিল। সেই মতোই আইনজীবীকে সঙ্গে নিয়ে নির্ধারিত আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান মেনকা

রবিবার মধ্যরাতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নাটকীয় দৃশ্য। তখন প্রবল বৃষ্টিতে গাড়ি থেকে নেমে ছাতা মাথায় আইনজীবীকে সঙ্গে নিয়ে সটান ইডি দফতরে হাজির মেনকা গম্ভীর। সম্পর্কে যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা।

সংবাদমাধ্যমের কাছে মেনকার আইনজীবীর দাবি, রবিবার রাত সাড়ে ১২ নাগাদ মেনকাকে ইডি দফতরে তলব করা হয়েছিল। সেই মতোই আইনজীবীকে সঙ্গে নিয়ে নির্ধারিত আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান মেনকা। হাতে ছিল ইডির সেই নোটিশ। কিন্তু ইডি দফতরে কাউকে দেখতে না পেয়ে ফিরে আসেন তাঁরা। এ প্রসঙ্গে মেনকা গম্ভীর বলেন, “ইডি আমাকে নোটিশ পাঠিয়ে রাত সাড়ে ১২টায় আসতে বলেছিল। তাই এসেছি।”

 

জানা গিয়েছে, মেনকা ও তাঁর আইনজীবী সিজিও কমপ্লেক্সে গিয়ে দেখেন বিশাল সেই অফিসের মেইন গেটে তালা ঝুলছে। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর গেটে নিরাপত্তারক্ষীদের দেখতে পেয়ে মেনকা তাঁদের হাতে নোটিশ দিয়ে জানান যে, রাত সাড়ে ১২টা নাগাদ ডাকা হয়েছিল বলেই তাঁরা এসেছেন। এরপর গেট খুলে দেন নিরাপত্তারক্ষীরা। এরপর সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে যান মেনকা ও তাঁর আইনজীবী। তাঁরা দেখেন ইডি দফতরও তালাবন্ধ। কিছুক্ষণ অপেক্ষার পর কাউকে দেখতে না পেয়ে তাঁরা ফিরে যান। কিন্তু ঠিক কী কারণে রাত সাড়ে ১২টায় ইডি তলব করেছিল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:লক্ষ্য কর্মসংস্থান: আজ ১০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী