বিরাট কোহলিকে টপকে গেলেন মহম্মদ রিজওয়ান

সর্বাধিক রানের তালিকায় তৃতীয় স্থানে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।

বিরাট কোহলিকে (Virat Kohli) টপকে গেলেন মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)। এশিয়া কাপে (Asia Cup) সর্বাধিক রানের তালিকা শীর্ষে পাকিস্তানের উইকেটরক্ষক ব‍্যাটার। দ্বিতীয়তে ভারতের বিরাট কোহলি। সদ‍্য সমাপ্ত হওয়া এশিয়া কাপে একটি শতরান এবং দু’টি অর্ধশতরান-সহ বিরাটের সংগ্রহ ২৭৬ রান।ওপরদিকে রিজওয়ানের সংগ্রহ ২৮১।

সদ‍‍্য সমাপ্ত এশিয়া কাপে রিজওয়ান ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে করেন ৪৩ রান,পরের দু’টি ম্যাচে অর্ধশতরান করেন। এবং ফাইনালে ৫৫ রান করেন পাকিস্তানের উইকেটরক্ষক। ছ’টি ম্যাচ খেলে ২৮১ রান করা রিজওয়ান। এই টুর্নামেন্টে তিনটি অর্ধশতরান করেন। তাঁর গড় ৫৬.২০। স্ট্রাইক রেট ১১৭.৫৭। অপরদিকে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৫ রান করেছিলেন বিরাট। হংকংয়ের বিরুদ্ধে ৫৯ রানে অপরাজিত থাকেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রান করেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে যদিও কোনও রান পাননি তিনি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১২২ রান করেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম শতরান আসে কোহলির। এশিয়া কাপে কোহলির রান থামে ২৭৬-এ।

সর্বাধিক রানের তালিকায় তৃতীয় স্থানে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। তিনি পাঁচ ম্যাচে করেছেন ১৯৬ রান। শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষ ছ’ম্যাচে ১৯১ রান করেন। তিনি শেষ করলেন চতুর্থ স্থানে।

আরও পড়ুন:ফাইনালে হেরে লঙ্কানদের প্রশংসায় বাবর আজম