Tuesday, November 11, 2025

Tourism: এক ক্লিকেই মিলবে হোম-স্টে! রাজ্যের পর্যটন বিভাগের নয়া উদ্যোগ

Date:

ঘুরতে পছন্দ করেন যেসব মানুষ তাঁদের জন্য নয়া সুখবর আনতে চলেছে রাজ্য পর্যটন দফতর (State Tourism Department)। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) উদ্যোগে তৈরি হতে চলেছে নতুন মোবাইল অ্যাপ (Mobile App) যার মাধ্যমে এক ক্লিকে বুক করা যাবে হোম-স্টে (Home – Stay)। পাশাপাশি পোর্টাল (Portal) চালু করার ভাবনাও রয়েছে রাজ্য পর্যটন দফতরের (State Tourism Department)।

রাজ্যজুড়ে পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত আর সুন্দর করার লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশকে মাথায় রেখে এবার গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ করতে চলেছে রাজ্য পর্যটন দফতর। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে হোম-স্টে নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেখানেই নয়া সংযোজন মোবাইল অ্যাপ (mobile app)। এখানে ওখানে খোঁজাখুঁজি আর নয়, এক ক্লিকেই এবার আপনার পছন্দের হোম-স্টে বুক করতে পারবেন। রাজ্যে হোম-স্টে ব্যবসার প্রসার ঘটাতে চালু করা হচ্ছে নতুন মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা হোম-স্টে সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। এই অ্যাপে হোম-স্টে সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। রাজ্যে যত হোম-স্টে রয়েছে তার ঠিকানা, ছবি, ফোন নম্বর দেওয়া থাকবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ওই হোম-স্টেতে বাড়তি কী-কী সুবিধা রয়েছে সেটাও উল্লেখ করা থাকবে অ্যাপে। শুধু তাই নয় ব্যবসায়ীদেরও সাহায্য করবে অ্যাপ। এর মাধ্যমে রাজ্যের হোম-স্টে ব্যবসায়ীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। শুধু তাই নয়, কেউ যদি নিজের বাড়িতে হোম-স্টে খোলার পরিকল্পনা করেন তাহলেও সাহায্য করবে এই অ্যাপ। যাঁরা হোম-স্টে ঘুরতে যাবেন তাঁরা ফিরে এসে তাদের অভিজ্ঞতার কথাও শেয়ার করতে পারবেন এই মোবাইল অ্যাপের মাধ্যমে। পাশাপাশি পোর্টা‌লও চালু করছে পর্যটন দফতর বলেই সূত্রের খবর।

 

Related articles

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...
Exit mobile version