Sunday, November 9, 2025

দিঘার মেরিন ড্রাইভের উদ্বোধন: নয়াচরে ইকোহাব-সোলার প্লান্ট, তাজপুরে বিপুল কর্ম সংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

পূর্ব মেদিনীপুর জেলার জন্য ৮৪৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। তমলুকে প্রশাসনিক বৈঠক থেকে ৪৫টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উদ্বোধন করেন দিঘার মেরিন ড্রাইভের (Marin Drive)। দিঘা (Digha) থেকে শঙ্করপুর হয়ে এই রাস্তা যাবে মন্দারমণি। মেরিন ড্রাইভের পাশাপাশি দিঘার সৌন্দর্য্যায়নেও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি অভিনন্দন জানাচ্ছি সারা পশ্চিমবঙ্গকে। দিঘা আজ আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রে হয়ে গিয়েছে। দিঘা তমলুক রেল আমার করে দেওয়া। ৭ কিলোমিটার করে দিচ্ছি। পুজোতে সবাই আসবেন।“ আগে দিঘা, শংকরপুর ডেভলপমেন্ট অথরিটিতে অনেক অনিয়ম হয়েছে বলে উল্লেখ করে মমতা বলেন, জেলাশাসককে বিষয়টি দেখে নেওয়ার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী জানান, নয়াচরের জমিও রাজ্যের হাতে এসেছে। সেখানে ইকোহাব হবে। একই সঙ্গে বলে সোলার প্লান্ট। তাছাড়া তাজপুর বন্দরের কাজও শুরু হয়েছে। সেখানে প্রচুর কর্ম সংস্থান হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায় নয়াচরে ইকো হাব ও সোলার প্লান্ট হবে। নয়াচরে টিম পাঠিয়ে একটু দেখে নিতে হবে। নয়াচরে কয়েকটা হোম স্টে করারও পরামর্শ দেন মমতা। তবে, কটেজ তৈরিতে বেশি খরচ না করার নির্দেশ দেন তিনি।

 

 

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...
Exit mobile version