Sunday, August 24, 2025

ভার্চুয়াল শুনানিতে কান্নায় ভেঙে পড়লেন পার্থ, চোখে জল অর্পিতারও

Date:

এসএসসি (SSC) দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)ভার্চুয়াল শুনানি ছিল বুধবার। পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও (Arpita Mukherjee) ভার্চুয়াল শুনানি হয়। সূত্রের খবর এদিন শুনানি চলাকালীন ভেঙে পড়েন পার্থ। হাউহাউ করে কাঁদতে কাঁদতে জামিনের (Bail) আবেদন করেন তিনি।

এই প্রথমবার নয়, এর আগেও ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। সংশোধনাগারে থাকাকালীন এই নিয়ে তৃতীয় দফায় আদালতে হাজিরা দেন তাঁরা। এদিন কান্নায় ভেঙে পড়েন পার্থ চট্টোপাধ্যায়, শুনানিতে বলেন তিনি চক্রান্তের শিকার। নিজের জামিনের জন্যও আবেদন করেন তিনি। উল্লেখ্য, ভিডিয়ো কলে এই প্রথমবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্য়ায়। এদিন বিচারক তাঁকে জিজ্ঞাসা করেন তাঁর কিছু বলার রয়েছে কিনা। ঠিক তখনই হাউহাউ করে কাঁদতে কাঁদতে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তিনি বিচারককে বলেন তাঁর বাড়িতে ইডি ৩০ ঘণ্টা তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যানি। এরপরই কাতর পার্থ আবেদন করে বলেন, “বাঁচতে চাই। যে কোনও শর্তে যাতে জামিন দেওয়া হয় তাঁর ব্যবস্থা করুন।” পার্থ চট্টোপাধ্যায়ের পর ওই ভার্চুয়ালি শুনানিতে অর্পিতা মুখোপাধ্যায়কেও বিচারক জিজ্ঞাসা করেন তাঁর কিছু বলার রয়েছে কিনা? উদ্ধার হওয়া টাকার কথা উল্লেখ করে বিচারক অর্পিতাকে জিজ্ঞেস করেন তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা আসলে কার? উত্তরে অর্পিতা বলেন, টাকা উদ্ধারের সময় তিনি ওই স্থানে ছিলেন না। টাকা কার, কোথা থেকে এল – এসব কিছুই জানেন না বলে কেঁদে ফেলেন অর্পিতাও।

এদিন আদালতে ফের পার্থ চট্টোপাধ্য়ায়ের হয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তাঁরা বলেন পার্থ চট্টোপাধ্য়ায়ের রক্তাল্পতার সমস্যা রয়েছে। পাশাপাশি হিমোগ্লোবিনের ঘাটতি রয়েছে ,শ্বাসকষ্টেরও সমস্যা আছে। এছাড়াও একাধিক সমস্যার কথা উল্লেখ করে তাঁকে জামিনের আবেদন করা হলেও আদালত সেই কথায় কর্ণপাত করেনি বলেই জানা যাচ্ছে। একইসঙ্গে বহাল রইল অনলাইনে ভার্চুয়াল হাজিরার নির্দেশও। আজ ইডির তরফে বলা হয় শেষ ১৪ দিনে আরও সম্পত্তির হদিশ মিলেছে। রিমান্ড পিটিশনে ইডি জানিয়েছে তদন্ত করতে গিয়ে আপাতত প্রায় ১০০ কোটির সম্পত্তির হদিশ মিলেছে। যামিনী রায় রোডে আরও সম্পত্তির হদিশ মিলেছে। অর্পিতার আরও ৫ কোটি টাকার হিসেব মিলেছে। আজ ইডির আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী- এর নামাঙ্কিত পিংলার স্কুলে পৌঁছে যান। ‘অপা’র আরও প্রায় ১০ কোটির সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এস এস সি নিয়োগ দুর্নীতির টাকায় কি এই স্কুল নির্মাণ হয়েছিল, এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে ইডি আধিকারিকদের মনে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version