Thursday, November 13, 2025

দিঘার মেরিন ড্রাইভের উদ্বোধন: নয়াচরে ইকোহাব-সোলার প্লান্ট, তাজপুরে বিপুল কর্ম সংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

পূর্ব মেদিনীপুর জেলার জন্য ৮৪৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। তমলুকে প্রশাসনিক বৈঠক থেকে ৪৫টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উদ্বোধন করেন দিঘার মেরিন ড্রাইভের (Marin Drive)। দিঘা (Digha) থেকে শঙ্করপুর হয়ে এই রাস্তা যাবে মন্দারমণি। মেরিন ড্রাইভের পাশাপাশি দিঘার সৌন্দর্য্যায়নেও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি অভিনন্দন জানাচ্ছি সারা পশ্চিমবঙ্গকে। দিঘা আজ আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রে হয়ে গিয়েছে। দিঘা তমলুক রেল আমার করে দেওয়া। ৭ কিলোমিটার করে দিচ্ছি। পুজোতে সবাই আসবেন।“ আগে দিঘা, শংকরপুর ডেভলপমেন্ট অথরিটিতে অনেক অনিয়ম হয়েছে বলে উল্লেখ করে মমতা বলেন, জেলাশাসককে বিষয়টি দেখে নেওয়ার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী জানান, নয়াচরের জমিও রাজ্যের হাতে এসেছে। সেখানে ইকোহাব হবে। একই সঙ্গে বলে সোলার প্লান্ট। তাছাড়া তাজপুর বন্দরের কাজও শুরু হয়েছে। সেখানে প্রচুর কর্ম সংস্থান হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায় নয়াচরে ইকো হাব ও সোলার প্লান্ট হবে। নয়াচরে টিম পাঠিয়ে একটু দেখে নিতে হবে। নয়াচরে কয়েকটা হোম স্টে করারও পরামর্শ দেন মমতা। তবে, কটেজ তৈরিতে বেশি খরচ না করার নির্দেশ দেন তিনি।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version