“হিন্দু মানে শূদ্র, পতিতার সন্তান”, বিতর্কিত মন্তব্য DMK নেতা এ রাজার

চরম বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন ডিএমকে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা (A Raja)। সম্প্রতি চেন্নাইয়ের(Chennai) এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানালেন, “হিন্দু(Hindu) হিসেবে থাকার মানে শূদ্র, পতিতার সন্তান হয়ে থাকা”। তাঁর এই মন্তব্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্যের রাজনীতিতে।

সম্প্রতি ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজা প্রশ্ন করেন, “কে হিন্দু? আমাদের প্রত্যেকের নিজের মতো বাঁচার অধিকার থাকা উচিত… আমরা হিন্দু হতে চাই না। কেন আমাদের হিন্দু হিসেবে থাকতে বাধ্য করা হবে?” একইসঙ্গে তিনি বলেন, “কর্ণাটকের লিঙ্গায়েতরা নিজেদের অধিকারের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, যদি কেউ মুসলিম, খ্রিস্টান বা পার্সিয়ান না হয় তাকে তো হিন্দু হতেই হবে। এমন নিষ্ঠুর আইন বিশ্বের আর কোথায় রয়েছে?” এরপরই সুর চড়িয়ে জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “যতদিন হিন্দু থাকবেন শূদ্র থাকতে হবে। যতদিন শূদ্র থাকবেন আপনি হবেন পতিতার সন্তান। হিন্দু হলে আপনি অচ্ছুতই থাকবেন।”

এ রাজার এহেন মন্তব্যের তীব্র সমালোচনা সুউরু হয়েছে সব মহলে। তাঁর বক্তব্যের নিন্দা করে তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নমালাই বলেন, জের এমন মন্তব্যের মাধ্যমে ঘৃণা ছড়াচ্ছেন রাজা। এক সম্প্রদায়ের তোষণ করতে গিয়ে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। যদিও এ রাজা নিজের এই বক্তব্যকে একেবারেই হিন্দু বিরোধী মন্তব্য বলতে নারাজ।