Friday, August 22, 2025

আমেদাবাদের নির্মীয়মাণ বহুতলের লিফট ছিঁড়ে দুর্ঘটনা: মৃত ৭ শ্রমিক, গুরুতর আহত ১

Date:

কাজ চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ছিঁড়ে পড়ল নির্মীয়মাণ ভবনের (Under Construction Building) লিফট (Lift)। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ শ্রমিক, গুরুতর আহত ১। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল ১০টা নাগাদ গুজরাট বিশ্ববিদ্যালয়ের (Gujrat University) কাছে একটি বহুতল বিল্ডিংয়ে ঘটে যায় দুর্ঘটনা। লিফটের মধ্যে ৮ জন ছিলেন বলে খবর। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। গুরুতর আহত এক শ্রমিককে (Worker) উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। তাঁর অবস্থা আশঙ্কাজনক (Critical) বলে পুলিশ সূত্রে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।

বুধবার সকালে বহুতলটিতে (High Rise) কাজ চলছিল। পুলিশ সূত্রে খবর, এদিন কাজ চলার সময় আচমকাই ভেঙে পড়ে লিফটটি। তবে কি ভাবে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। মৃতদের নাম সঞ্জয়ভাই বাবুভাই নায়ক, জগদীশ ভাই রমেশভাই নায়ক, অশ্বিনভাই সোমভাই নায়ক, মুকেশ ভারতভাই নায়ক, রাজমল সুরেশভাই খরদি এবং পঙ্কজভাই শঙ্করভাই খরদি। বুধবার সকালে বহুতলটির সাত তলায় লিফটটি আচমকাই আটকে যায়। কিছুক্ষণ থেমে থাকার পর আচমকাই সেটি হুড়মুড়িয়ে ছিঁড়ে নিচে পড়ে।

তবে সকাল ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটলেও আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) দমকল বিভাগে কোনও খবর আসেনি বলেই দাবি কর্তৃপক্ষের। দুপুর ১টা নাগাদ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আমরা দুর্ঘটনার কথা সংবাদকর্মীদের থেকে জানতে পেরেছি। তারপরই এক মুহূর্ত সময় নষ্ট না করে আমরা ঘটনাস্থলে পৌঁছই। তবে ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটল সে সম্পর্কে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি।

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version