Sunday, November 9, 2025

উপত্যকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত শিশুসহ অন্তত ১১ জন

Date:

বুধবার সকালেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা।যাত্রীবাহী একটি মিনিবাস খাদে পড়ে যাওয়ায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ও তিন মহিলা রয়েছেন বলেও জানা গিয়েছে। আহত কমপক্ষে ২১ জন। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ছে উদ্ধারকারী বাহিনী। শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:Tourism: এক ক্লিকেই মিলবে হোম-স্টে! রাজ্যের পর্যটন বিভাগের নয়া উদ্যোগ

এদিন সকালে পুঞ্চ জেলার সওজিয়ান গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পরই সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে উদ্ধারকার্যে তারাই এগিয়ে আসেন। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকেও। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা।  আহতদের নিকটবর্তী মান্ডির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বরারই ওয়ালা সাওজিয়ান গ্রামের কাছে। দ্রুত গতিতে থাকার জন্য মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো মিটার নিচে খাদে পড়ে যায়। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকার্য শুরু হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাঁক ঘুরতে গিয়েই সমস্যায় পড়ে বাসটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। আর তারপরই বাসটি খাদে পড়ে যায়। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে ৫ লক্ষ টাকা ঘোষণা করেছেন কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version