Sunday, November 9, 2025

Assembly: চলতি অধিবেশনে আসছে ৬-৭টি গুরত্বপূর্ণ বিল, থাকতে হবে সব বিধায়ককে: শোভনদেব

Date:

শুরু হল বিধানসভার বিশেষ অধিবেশন। চলতি অধিবেশনে দলের কর্মসূচি স্থির করতে এদিন বৈঠকে বসে তৃণমূল কংগ্রেস (TMC) পরিষদীয় দল। নৌসর আলি কক্ষে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Bakshi) পৌরহিত্যে ওই বৈঠকে ছিলেন, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhondeb Chattapadhyay), মুখ্য সচেতক নির্মল ঘোষ (Niirmal Ghosh), উপমুখ্য সচেতক তাপস রায়-সহ শাসকদলের সমস্ত বিধায়কেরা। সেখানে দলের বিধায়কদের অধিবেশনের প্রতিদিন সর্বক্ষণ অধিবেশনে হাজির থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের পরিষদীয় নেতৃত্ব। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূলের মোট ২১৬ জন জনপ্রতিনিধিকেই প্রতি দিন হাজিরা দিতে হবে বিধানসভার অধিবেশনে।

পরে সাংবাদিক বৈঠকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, চলতি অধিবেশনে ৬-৭টি গুরত্বপূর্ণ বিল আসতে চলেছে। বিল পাশ করানোর সরকার পক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। সব ক’টি বিলেই ভোটাভুটির সময় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক বলে নির্দেশ জারি করা হয়েছে। যদি কোনও বিধায়ককে অধিবেশন ছেড়ে যেতে হয়, তা হলে পরিষদীয় দলের শীর্ষ নেতৃত্বকে সে কথা জানিয়ে যেতে হবে।

বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে বিতর্কের মাধ্যমে সমস্ত সমালোচনার জবাব দিতে এবং শান্তিপূর্ণভাবে অধিবেশন পরিচালনার বিষয়ে সক্রিয় হতে দলীয় বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিনের অধিবেশনের শুরুতে সম্প্রতি প্রয়াত বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের স্মৃতির উদ্দ্যেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। চিত্র পরিচালক তরুণ মজুমদার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র, ফুটবল তারকা বদ্রু বন্দ্যোপাধ্যায়, প্রয়াত প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল, বরুণ মুখোপাধ্যায়, প্রবীণ বিধায়ক ব্রজমোহন মজুমদার-সহ মোট ১১ জনের স্মৃতিতে শোক প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর দু’মিনিট নীরবতা পালন করে অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়।

 

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...
Exit mobile version