Wednesday, November 12, 2025

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

Date:

প্রয়াত ব্রিটিশ সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) শেষকৃত্যে অংশ নিতে তিন দিনের সফলে ইংল্যান্ড যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। ভারত সরকারের (Governmet of India) প্রতিনিধি হিসাবে প্রয়াত রানির শেষকৃত্যে উপস্থিত থাকবেন তিনি বলেই, বুধবার বিদেশ মন্ত্রকের তরফে জানান হয়েছে। এই উপলক্ষে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।

ব্রিটেনের সিংহাসনে টানা সাত দশক রাজত্ব করার পর প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর আমলে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্কে যথেষ্ট উন্নতি হয় ৷ কমনওয়েলথের আওতাভুক্ত দেশের মানুষের উন্নয়নে রানি দ্বিতীয় এলিজাবেথের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে একটি বিবৃতিও ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশ করা হয়। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও প্রধানমন্ত্রী মোদি শোকপ্রকাশ করেন। শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার এডিনবরায় সেন্ট জাইলস ক্যাথিড্রালে শেষবারের জন্য রানিকে বিদায় জানান হাজার হাজার মানুষ। কফিন বন্দি রানিকে দেখে চোখের জল ধরে রাখতে পারেন নি রাস্তার দু-ধারে দাঁড়িয়ে থাকা মানুষ। স্কটল্যান্ডে অনুষ্ঠান শেষে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ লন্ডন পৌঁছয় কফিন। এদিন সন্ধ্যা পাঁচটা থেকে আগামী সোমবার শেষকৃত্যের আগে সন্ধে ৬.৩০ মিনিট পর্যন্ত আমজনতা রানিকে অন্তিমশ্রদ্ধা জানাতে পারবেন। ব্রিটিশ রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর যাবতীয় রীতি মেনেই প্রয়াত ব্রিটিশ সম্রাজ্ঞীকে অন্তিম শয্যায় শায়িত করা হবে ৷ উইন্ডসোর দুর্গের সেন্ট জর্জ চ্যাপেলে শেষকৃত্য সম্পন্ন হবে ৷ তারপর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্বামী ফিলিপের পাশেই সমাহিত করা হবে তাঁকে। উপস্থিত থাকছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version