Thursday, August 21, 2025

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

Date:

প্রয়াত ব্রিটিশ সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) শেষকৃত্যে অংশ নিতে তিন দিনের সফলে ইংল্যান্ড যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। ভারত সরকারের (Governmet of India) প্রতিনিধি হিসাবে প্রয়াত রানির শেষকৃত্যে উপস্থিত থাকবেন তিনি বলেই, বুধবার বিদেশ মন্ত্রকের তরফে জানান হয়েছে। এই উপলক্ষে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।

ব্রিটেনের সিংহাসনে টানা সাত দশক রাজত্ব করার পর প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর আমলে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্কে যথেষ্ট উন্নতি হয় ৷ কমনওয়েলথের আওতাভুক্ত দেশের মানুষের উন্নয়নে রানি দ্বিতীয় এলিজাবেথের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে একটি বিবৃতিও ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশ করা হয়। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও প্রধানমন্ত্রী মোদি শোকপ্রকাশ করেন। শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার এডিনবরায় সেন্ট জাইলস ক্যাথিড্রালে শেষবারের জন্য রানিকে বিদায় জানান হাজার হাজার মানুষ। কফিন বন্দি রানিকে দেখে চোখের জল ধরে রাখতে পারেন নি রাস্তার দু-ধারে দাঁড়িয়ে থাকা মানুষ। স্কটল্যান্ডে অনুষ্ঠান শেষে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ লন্ডন পৌঁছয় কফিন। এদিন সন্ধ্যা পাঁচটা থেকে আগামী সোমবার শেষকৃত্যের আগে সন্ধে ৬.৩০ মিনিট পর্যন্ত আমজনতা রানিকে অন্তিমশ্রদ্ধা জানাতে পারবেন। ব্রিটিশ রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর যাবতীয় রীতি মেনেই প্রয়াত ব্রিটিশ সম্রাজ্ঞীকে অন্তিম শয্যায় শায়িত করা হবে ৷ উইন্ডসোর দুর্গের সেন্ট জর্জ চ্যাপেলে শেষকৃত্য সম্পন্ন হবে ৷ তারপর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্বামী ফিলিপের পাশেই সমাহিত করা হবে তাঁকে। উপস্থিত থাকছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...
Exit mobile version