Tuesday, November 11, 2025

ত্রিপুরায় শক্তিবৃদ্ধি! মমতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সদলবলে তৃণমূলে পূজন

Date:

সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। আর তার কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেসের (TMC) হাত ধরল ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট (Tripura Democratic Font)। মঙ্গলবার দলের সভাপতি পূজন বিশ্বাসের (TDF President) নেতৃত্বে গোটা দলই তৃণমূল শিবিরে যোগ দেয়। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা (TMC Flag) তুলে দিয়ে দলে স্বাগত জানান তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev) ও রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। আর বিধানসভা নির্বাচনের আগে টিডিএফ-এর সঙ্গে তৃণমূলের (TMC TDF Alliance) নতুন সমীকরণ ত্রিপুরার রাজনীতিতে এক বিশেষ মাত্রা যোগ করল বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের।

ত্রিপুরা তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূল কংগ্রেসই লড়াই করে। কংগ্রেস সহ বাকি দলগুলো বরাবরই বিজেপির কাছে আত্মসমর্পন (Surrender) করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করে। টিডিএফ আগামী দিনে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বাড়বে বলে দাবি রাজীবের। অন্যদিকে, সুস্মিতা দেবের চ্যালেঞ্জ ২৩-র বিধানসভা নির্বাচনের আগে বিজেপির (BJP) মূল প্রতিপক্ষ হয়ে উঠবে একমাত্র তৃণমূলই।

এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি পূজন বিশ্বাস জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁদের গোটা দলই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি হিসেবে পথ চলা শুরু পূজনের। পরে বাবা পীযূষ বিশ্বাসকে প্রদেশ কংগ্রেসের সভাপতির (Provincial Congress President) পদ থেকে সরিয়ে দেওয়ার পরই ‘হাত’ সঙ্গ ত্যাগ করেন পূজন। এরপরই নিজেই আঞ্চলিক দল ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট (Tripura Democratic Front) তৈরি করেন। তবে তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে ত্রিপুরার উন্নয়নের লক্ষে কাজ করবেন বলেই ঘাসফুল শিবিরে যোগদান, এমনটাই জানিয়েছেন পূজন। বর্তমানে ত্রিপুরার আঞ্চলিক দলটির উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন তাঁদেরও তৃণমূলে যোগদানের জন্য আবেদন জানানো হবে।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version